জালাল উদ্দিন খাঁ রচিত গানসমূহ
- অকূল নদীর পাড়ে দেখা দিও বন্ধুরে (গান নং ৩৮৪)
- অচেনা এক পাখি আমার, এসে মাটির পিঞ্জরায় (গান নং ৬৯৭)
- অতি সুখে আছিরে বন্ধু, অতি সুখে আছি (গান নং ৩৬০)
- অতৃপ্ত আশায় ঘুরিয়ে সদায় (গান নং ৪৪)
- অনেক দিনের পাগল আমি (গান নং ৮)
- অনেকদিন হয় বন্ধু আমার কই গেলো ছেড়ে (গান নং ৪০৬)
- অন্তরে অন্তরে দেখ গিয়া চিন্তা করে (গান নং ৪৮১)
- অন্তরে বাজিছে বীণা পঞ্চরাগে মধুর স্বরে (গান নং ২৬২)
- অন্ধকারের বুকের তলে, উজল আলো জ্বলছে সদায় (গান নং ৫৯৫)
- অন্যায় পথে একদিন খোদা, যেতে আমায় পাইছোনি (গান নং ৪৩৮)
- অবলা মরিবো পরাণে গো বেদনি সই (গান নং ৩৯৯)
- অভাগীরে স্বপ্নে যদি দেখা দিলে (গান নং ১৮২)
- অভাব আসিলো, সুখ শান্তি গেলো (গান নং ১৬১)
- অভাব তুমি, স্বভাব আমি, অবশিষ্ট তুমিই শেষে (গান নং ৫৯০)
- অভাবের কারণে, ভাব জোটেনা মনে (গান নং ১৫৫)
- অভিনয় মোর শেষ করিবো, যবনিকা পার হইয়া (গান নং ৫৬৪)
- অভয়া জননী যাহার, তার কি ভবে আছেরে ভয় (গান নং ৩৩০)
- অমাবস্যা পূর্ণমাসী, লেগে যায় তোর বারো মাসে (গান নং ৪৪৭)
- অর্থ ছাড়া ফকীরি কই, তালাশিয়ে দেখরে মন (গান নং ১৫৬)
- অসময়ে ডুবলো তরী কামিনীর ঐ কাম সাগরে (গান নং ৫৯৪)
- অসার সংসারে কাজ কি বারে বারে (গান নং ২৯৪)
- আগে চিনগে সেই মানুষে (গান নং ১১৯)
- আগে জানলে কি আর বদ্ধ রইতাম, এই দেশের এই মায়াতে (গান নং ৪৬২)
- আগে জানলেনা তুই দেহের খবর, কোনখানে কোন বস্তু আছে (গান নং ৪৭২)
- আচানক এক পাখি এসে বসে গাছে (গান নং ২৮)
- আছাড় খেয়ে মানুষ মরা, গাঙ্গের কিনারে (গান নং ১০৩)
- আছে কি নাই কেমনে জানি, করছি শুধু অনুমান (গান নং ৫৩৯)
- আছে রে তার নামে মধু, খেয়ে সাধু (গান নং ৩১)
- আজ আমার কিসের আপদ, কীসের বিপদ (গান নং ২১৬)
- আজকে আমি হারিয়ে গেলাম, চিরচেনা ঘরের দ্বারে (গান নং ৬৮৩)
- আজব কথা শুনে এলেম চীন শহরের ময়দানে (গান নং ৫১)
- আজব লীলা বিধির খেলা, বুঝে ওঠা ভার (গান নং ১৩১)
- আত্মসাধন করলেনা মন, বসে আছো কার আশে (গান নং ২১২)
- আত্মায়ে রসুল হিন্দে কাওয়াল, গৌসল আজম সাঞ্জারি (গান নং ৩৩৪)
- আধারে ঘিরিলো, কোথা যাই বলো (গান নং ৮৮)
- আধারের মাঝে ঘুরিয়ে বেড়াই, নেও না মোরে তালাশিয়ে (গান নং ৩০)
- আপন জানিয়ে দেখিবো বলিয়ে (গান নং ২০৭)
- আপন বলে দুনিয়াতে ভাবতেছো মন তুই কারে (গান নং ২৯১)
- আমা হইতে দয়াময় নাম গিয়াছে জানা (গান নং ২০৯)
- আমাকে আর দোষ দিওনা, তুমি যে সব কর্ম কারণ (গান নং ১৭)
- আমার অল্প বয়সের বন্ধুরে (গান নং ৪২০)
- আমার আমার করে আমি পড়েছি একটা মস্ত গোলে (গান নং ৬৩৬)
- আমার আমার করে জনমেরই তরে (গান নং ৮৬)
- আমার আমার কে কয় কারে, ভাবতে গেলো চিরকাল (গান নং ১)
- আমার এই গান গাওয়াটা নয়তো কভু ভুল (গান নং ৭০১)
- আমার এই যে অন্ধ আঁখি, রুপ তোমারই দেখিতে চায় (গান নং ৫৭০)
- আমার এই সাধের পিঞ্জর শূণ্য করে (গান নং ৬৬৪)
- আমার কইয়া জীবন লইয়া, আছি একটা ভুলে পড়ে (গান নং ৬৬৬)
- আমার কথা মনে নাইগ্যা, ভুলিয়া গিয়াছো নাকি (গান নং ৩৮৮)
- আমার করে দুনিয়াই লয়ে, পাতিয়াছি ফুল বিছানা (গান নং ৪৫৪)
- আমার দিন কি গোসাঁই এমনি যাবে (গান নং ১১৫)
- আমার ভাঙা নায়ের ভরসা কি আর (গান নং ৯২)
- আমার মতো হাড়ে শক্ত লোক-ভক্ত (গান নং ৩৪৪)
- আমার মন করে উদাসী গো, কোন বনে বাজাও বাঁশি (গান নং ১৯৫)
- আমার শ্যামলা কচি পিয়া রে (গান নং ২০১)
- আমার হিসাব আমিই নিবো, তোমায় দিতে হবেনা (গান নং ২০৮)
- আমারে কেউ চিনতে গেলে, সোজা রাস্তা হয় যে ব্যাকা (গান নং ২)
- আমারে বানাইলা অনাথিনী, ও প্রাণ বন্ধুয়া (গান নং ৪০৮)
- আমারে বানাইলা পাগলিনী ও, নবীন সন্ন্যাসী (গান নং ৪০৪)
- আমারে বানাইলে তোমার পীরিতের দেওয়ানা রে (গান নং ১৮৯)
- আমায় তুমি দোষী বলো, তুমি কি আর বড় গুণী (গান নং ১৬)
- আমায় ধরগো শ্যাম, পীরিতের বিষে জীবন গেলো (গান নং ১৯০)
- আমায় লইয়া মস্ত হইয়া করেছো বেশ রঙ্গের বড়াই (গান নং ২০৬)
- আমি আমার ঘর বেধেছি, তুমি তাতে বসত করো (গান নং ৬৬৫)
- আমি আর ডাকবোনা তোরে (গান নং ৬১০)
- আমি কি ঘাসের মতই হিসাব ছাড়া (গান নং ৬৩৩)
- আমি কিন্তু নই সামান্য তোমার জন্য (গান নং ৬২০)
- আমি কেন আইলাম, কোথায় ছিলাম (গান নং ৪৬১)
- আমি তুমি এক হইলাম না, যৎসামান্য ব্যাবধানে (গান নং ৪৩১)
- আমি তুমি কে কয় কারে, গিয়া সে বিচারে (গান নং ৪৩৬)
- আমি তুমি কোনো কালে, এক ভিন্ন আর দুই বুঝি নাই (গান নং ৫৩০)
- আমি তুমি তুমিই আমি, দুজনার এক পরিচয় (গান নং ২০৫)
- আমি তুমি দুয়ের মাঝে, ঘরে একজন থাকলেই হয় (গান নং ২১৩)
- আমি তোমার তুমি আমার, বান্ধা জীবন মরণে (গান নং ১৯৬)
- আমি ধন্য বলি তারে (গান নং ৫৬)
- আমি না থাকিলে খোদা, তোমার জায়গা ভবে নাই (গান নং ৬৭৩)
- আমি বিনে কে বা তুমি দয়াল সাঁই (গান নং ৩)
- আমি ভুলে যাবো তোরে (গান নং ৬০৫)
- আমি যারে ভালবাসি, সে যে রুপের পূর্ণশশী (গান নং ২৭)
- আমিত্বের রাজা হইয়া, জীবন লইয়া (গান নং ৬৪৯)
- আর আমায় দিয়োনা ফাঁকি (গান নং ১২১)
- আর আমি দেখলামনা চোখে (গান নং ৫৮৭)
- আর কতকাল সইবো গো শ্যাম, পীরিতের বিরহ (গান নং ৩৬৫)
- আর কতদিন রইবেরে বন্ধু আমারে ছাড়িয়া (গান নং ৪১৮)
- আর কিছু ধন চাইনা ভবে, আনন্দে থাক আমার প্রাণ (গান নং ৫৬৮)
- আরবে উদিলো চাঁদ, উষর মরু বিমানে (গান নং ৩৩৫)
- আরশিতে যা দেখবে তুমি, পাবে তারে সাধনায় (গান নং ২৭৮)
- আরে ও ভাটিয়াল গাঙ্গের নাইয়া (গান নং ১৮৮)
- আরে ও রঙ্গিলা নায়ের মাঝি (গান নং ৪২৯)
- আল্লা খুবই বুড়া আদমি, ওদের মুখে শুনা যায় (গান নং ৬৫২)
- আল্লা ছাড়া নাই কিছু আর, বিচার করলে দুনিয়ায় (গান নং ৫৪৯)
- আল্লা নবী আলী, রাম কৃষ্ণ কালী (গান নং ২৭৪)
- আল্লার যত ছলচাতুরী, বুঝতে গেলে হাসি পায় (গান নং ৫৪২)
- আল্লাহু নাম দিলের মধ্যে রাত্রদিনে ওঠে যার (গান নং ৫০৫)
- আশা না পুরাইলে বন্ধু, আশা না পুরাইলে (গান নং ৩৫৫)
- আসল নাম তার ঠিক পেলাম না (গান নং ৬৮৮)
- আসল নামটি কি হয় তোমার (গান নং ৯)
- আসল নামটি কি হয় তোমার, পেলাম না আর (গান নং ৬৪৮)
- আসিয়া সংসারে, ভুলেছি তোমারে (গান নং ২৯৮)
- আয় মাঝি নে আমারে, তুলে তোমার নায় (গান নং ৩০৫)
- ইনছারি জানিতে পারে, আমারি এই দিলের খবর (গান নং ৬৭০)
- ইয়া হাবিবু ইয়া রছুলু, নায়েবে আল্লার (গান নং ১৪৭)
- উদাসী পরাণে, প্রেমেরই গানে, কাটাইলাম এ জীবন (গান নং ৩১৯)
- উপরে স্বর্গ নীচে মর্ত্য, সবেই আমরা মনে করি (গান নং ৫৬৫)
- উপাসনা করলে তোমার স্বর্গ যদি ভাগ্যে ঘটে (গান নং ৫৫০)
- উর্দ্ধমুখী বৃক্ষ যে এক, তার পাশেতে সরোবর (গান নং ৭০০)
- উল্টা কথার ভাউ করিয়া, দিয়ে যাও হে গুরুধন (গান নং ৫০)
- উড়ে আয়রে অলিকূল (গান নং ৩২৬)
- এ জীবনে তোমার সনে আর কি দেখা হবে রে (গান নং ১৯৪)
- এ বিশ্ব বাগানে, সাঁই নিরঞ্জনে (গান নং ৮১)
- এই ছুরত তোমারই খোদা, হেথা কিছু নাহি আমার (গান নং ৫৩৩)
- এই দুনিয়া ধান্দাবাজি, যার তার মতে কথা কয় (গান নং ৪৯৯)
- এই দুনিয়া মরার বাসা, মরায় মরা আহার করে (গান নং ৬৭৮)
- এই দুনিয়ার মালিক আল্লা, শক্তিরুপের অন্ত নাই (গান নং ৬২৭)
- এই পথে আর কেউ কোনদিন, ভুল করিয়া যাইসনা তোরা (গান নং ৫৯৭)
- এই প্রার্থনা তোমার কাছে, নূতন করে বলবো আর কী (গান নং ৫৯৬)
- এই বিশ্ব বাগিচার কূলে, রক্তজবা গোলাপ ফুলে (গান নং ৫৭৮)
- এই বুঝি তোর ভালোরেবাসা (গান নং ৩৫৯)
- এই ভবের বাজার, করছে সবের চক্ষু ভার (গান নং ৬৫৩)
- এই যে আমার সাধের পিঞ্জর শূণ্য করে (গান নং ২৬০)
- এই যে শুনি অপরুপ ধ্বনি (গান নং ৭০)
- এইখানে ঐ তরুমূলে, মন মানুষের কুতূহলে (গান নং ৫৮২)
- এক ছুরতে আমি তুমি, আছি বটে এক ঘরে দুজন (গান নং ৫৩২)
- একটি কলসের নয়টি ছিদ্র, কেমনে আনি জল (গান নং ৭৩)
- একত্রে হইয়াছে গাঁথা, সরু মোটা তিন পিতলা তারে (গান নং ৫৭২)
- একদিন যেন হয়গো দেখা (গান নং ৩৩)
- একদিন হইবে দেখা উজানি নগরে, প্রাণের পাখিরে (গান নং ১৯২)
- একূল সেকূল জাহিরে বাতিনের ফুল (গান নং ৩৩৬)
- এত ভালোবাসিয়া প্রাণে যারে চাই (গান নং ৩৬৩)
- এপার আমি ওপার তুমি, কীসে দিবো পাড়ি তার (গান নং ২৯৬)
- এপার থেকে জানতে গিয়ে সেই পাড়ের মানুষের খবর (গান নং ২৮৮)
- এমন দিন কি হবে গো সখি, এমন দিন কি হবে (গান নং ৩৫৬)
- এমন দেশে চলবেনা আর তহশিলদারী চাকরী করা (গান নং ৫৮৮)
- এমন বিদেশ বিপাকে আর কেউ কোনদিন এসোনা (গান নং ৯০)
- এমন ভাঙ্গা ঘরে বসত করে (গান নং ৬৮১)
- এমন ভাঙ্গা ঘরে বসত করে, সুখ নাইরে হায় পৃথিবীতে (গান নং ৫১৭)
- এশকেতে আউলিয়া বন্দী, দ্বীনিয়াতে পয়গম্বর (গান নং ৩৪০)
- এসে ভবের বাজারে, পড়িয়া অন্ধকারে (গান নং ৩০১)
- এসো তুমি ফয়েজ আলম, জিন্দা রুহী আওলিয়া (গান নং ৫০৮)
- ঐ যে আকাশে, ঘুরিছে বাতাসে (গান নং ২৮১)
- ঐ যে ভিখারী, সারাটা দিন ভরি (গান নং ৯৯)
- ও আমার দরদী, আগে জানলে (গান নং ৪৩০)
- ও মন গহীন গাঙ্গের পাড়ে (গান নং ১৩৪)
- ও মন চিনো যেয়ে তারে (গান নং ৫৪)
- ও মন চেতন থাকতে গুরু ভজ, নিকটে নিদান রে (গান নং ৬১)
- ও মন তালাশ করো তারে (গান নং ১১০)
- ও মন, করলেনা নিকাশের খবর, গেলোরে দিন বিফলে (গান নং ৪৫৮)
- ও মন, চিনবে তারে কেমন করে (গান নং ৪)
- ও মন, চিনলেনা তুই পরম পুরুষ, পর ব্রহ্ম কয় বা কারে (গান নং ৪৯০)
- ও মন, চেতন থাকতে সাধন করো, দিন ফুরাইলে আর হবেনা (গান নং ৪৮৫)
- ও রাগিণী মন মোহিনী, তুই কীরে তার মুখের ভাষা (গান নং ৬৩২)
- ওগো স্বামী বলো আমার, কোথায় রাখি পা (গান নং ৬৪১)
- ওরে কোকিল, ডাকছো ডালে, রব তোমারই যায় শোনা (গান নং ৩৮৯)
- ঔষধে কি রোগ যাবে তোর, ঠিক ব্যাবস্থা হইলোনা রে (গান নং ৯১)
- কই তুমি আছো খোদা, তোর লাগি রই পেরেশান (গান নং ৪৩৩)
- কই বাঁশি বাজাও গো তুমি, বসিয়া মোর অন্তঃপুরে (গান নং ২৬৩)
- কইরে আমার কাঁটার বেড়া, দ্বার বেধেছি খুব করে (গান নং ৬৩৯)
- কইরে পামর এজিদ শিমার (গান নং ১৫৪)
- কঠিন বন্ধুরে, সুখে না রইতে দিলা ঘরে (গান নং ৪১৬)
- কত আশা ছিলোরে বন্ধু, কত আশা ছিলো (গান নং ১৬৭)
- কত কষ্ট পাইলাম বন্ধুরে, তোর লাগিয়া দেওয়ানা (গান নং ৩৭৩)
- কত দুঃখ দিলা বন্ধুরে, আমার খাকের দেহে কুলায় না (গান নং ৩৭৫)
- কত রঙ্গে সাজিলা বন্ধু, রঙ্গিলারে তুই বড় কঠিন (গান নং ৩৭২)
- কথা বলে ঠারে ঠুরে মুখে নাহি শব্দ করে (গান নং ১৬৩)
- কপালজোড়া দুঃখ তুমি দিয়েছো মাখিয়ারে, নাগর কালিয়া (গান নং ১৭৯)
- কমলিওয়ালা হাবিবুল্লা, আশেকেরই প্রাণ (গান নং ১৪৬)
- কর পরশনে যেমন বেজে ওঠে তার (গান নং ৩৭)
- করেছে আজব কল, খাটেনা কার বুদ্ধিবল (গান নং ৫৯)
- কর্মফল ভোগের তরে, এই ভব সংসারে (গান নং ২১৯)
- কলিকাতার জাদূঘরে হঠাৎ করে (গান নং ৬৭২)
- কাগার বাচ্চা পালন করে জীবন ভরে (গান নং ২৫৮)
- কাঙাল বলে হলোনা আর তোমার পূজার আয়োজন (গান নং ২৩৯)
- কাঙ্গাল হলে আপন দেশে (গান নং ১৫৮)
- কাজল বরণ রুপের কন্যা, দুনিয়া তোর পাছে (গান নং ৭৮)
- কান নাই খোদা শুনবে কীসে, জন্ম ভরা ডাকিলে আর (গান নং ৩৩৭)
- কানতে কানতে জনম গেলো (গান নং ৪১৯)
- কান্দাইলে কি হবেরে (গান নং ১৭৩)
- কাম নদীতে জোয়ার এলে থাইকোরে সাবধান (গান নং ৬৯৯)
- কাম পাহাড়ে ধাক্কা লেগে, মণিলাল পাথর চুয়ায় (গান নং ১২৮)
- কামিনী কাঞ্চন সুধা, যার মায়াতে আছি বাধা (গান নং ৩৩২)
- কামিনী ফুল ফুটিয়াছে (গান নং ১৩৬)
- কার কাছে বলিবো গো, এসব কথা বুঝিতে (গান নং ৫২)
- কারণ ছেড়ে কর্ম হয়না, সকলেরই আছে জানা (গান নং ২২৫)
- কাল সাপিনী লাল বাঘিনী, জগৎ খাইয়া হা করে (গান নং ৬৮০)
- কালে শূণ্যে জমেছে কাছারি (গান নং ৬৫৬)
- কায়া ছাড়ে, মরে নারে, ওলী আল্লা যতজন (গান নং ১৫০)
- কি খেলা খেলাও সাঁই, সামনে থুইয়া দেখিনাই (গান নং ২১৮)
- কি খেলা খেলিছো বিধি, ভাবিতেছি নিরবধি (গান নং ২২২)
- কি দিব যে তার তুলনা, এমন সুন্দর কেবা আছে (গান নং ৩৯)
- কি দিয়া তুষিবো তোমার মন রে পরাণের ধন (গান নং ১৮৭)
- কি দিয়া প্রাণ জুড়াবো, অন্তরে জ্বলে আগুন রইয়া (গান নং ৪১৩)
- কী ছুরত বানাইলে খোদা, রূপ মিশায়ে আপনার (গান নং ১৫)
- কীসে গাইবো গুণের গান (গান নং ৬১৩)
- কীসের ধানা পানা, কেউ কারো না (গান নং ৩৪৮)
- কীসেরই উপরে জীবন করিতেছে সুনির্ভর (গান নং ৫৫১)
- কুল কুণ্ডলিনীর উড়োজাহাজ, হাওয়ায় চলে যায় নিমিষে (গান নং ৪৭৩)
- কুসঙ্গীর সঙ্গে, পড়ে আছি রঙ্গে (গান নং ২৫৫)
- কূল গেলো কলঙ্ক রইলো, তুই বন্ধুর লাগিয়ারে (গান নং ৩৭৯)
- কূল না পেয়ে ভেসে আছি, সদায় মনের ভাবনা (গান নং ৫০২)
- কূল নাই দরিয়ার পাড়ে, বৃক্ষ একটি মনোহর (গান নং ৪৯৮)
- কূল নাই দরিয়ার বুকে, দিয়েছি সাঁতার বন্ধু (গান নং ৪২৪)
- কে অতিথি কাটায় রাতি, আমার এই যে মাটির ঘরে (গান নং ৬৯৬)
- কে তারে খুজিয়ে পাবে, অনন্তে মিশিয়ে যাবে (গান নং ৩৫)
- কেন আর করো বেঈমানী, ও শ্যাম গুণমণি (গান নং ৩৮০)
- কেন ঘুমে অচেতন, জাগরে বেহুশ মন (গান নং ৩০৪)
- কেন হয় না তারে চিনা (গান নং ৬৭)
- কেমন করে কোথা হতে চলে এলেম এই জগতে (গান নং ৫৮১)
- কেমন করে বাস করিবো, সুখ পাইবো (গান নং ৬৭৪)
- কেয়াছি দলিল হাদিস ফেকা, কোরানের মাইনি কঠিন (গান নং ৪০)
- কোথা হতে আসে বুলবুল, ঐ না যে ঐ গাছের শাখে (গান নং ৫৭৩)
- কোথা হতে এলে তুমি, কই যাবি রে মন (গান নং ৬৬)
- কোথা হতে এলেম ওরে, এ ভব সংসারে (গান নং ৬৪৪)
- কোথায় বা লুকাইয়া রইলে, ফেলে মোরে দুঃখানলে (গান নং ৩৭০)
- কোথায় বা সে জন, জানেনা কোন জন (গান নং ২৩৮)
- কোথায় যাবো কি করিবো, ভাবছি তাই নিরলে বইয়া (গান নং ৫৯৯)
- কোন পরাণে বলবো আমি, বধু তোমায় ভালবাসি (গান নং ৪৬)
- কোন বিরহী জুড়ছেরে বারা, এমন আন্ধার ঘরে (গান নং ৪০৩)
- কোন রুপে ভজিবো আমি, পাইনা যে ঠিকানা তার (গান নং ২৩৫)
- কোন সত্বের প্রজা তুমি, মালিক তোমার কোন গোসাই (গান নং ৬৫)
- কোন সাগরে মানিক তুমি, কোন বাগিচার ফুল (গান নং ১৯৭)
- কোন সুরেতে গাইবো আমি প্রভু তোমার গান (গান নং ৬৩৫)
- কোনখানে সজিদা করবে, জায়গা নাই আর দুনিয়ায় (গান নং ১২৬)
- কোনদিন কাহার ডাক পড়িবে, সেই কথা কেউ জানলো নারে (গান নং ৪৫৭)
- কোরাণ দেইখ্যা আল্লা চিনে, নামাজ রোজা গেলো করে (গান নং ৩৩৯)
- কোরাণ পড়ো তৌহিদ করো, চরণ ধরো মুর্শিদের (গান নং ১১৮)
- কোলে নেওগো মা জননী (গান নং ৩২৭)
- ক্ষণস্থায়ী মানব জীবন, জলে বিম্ব ভাসে যেমন (গান নং ৫৬৯)
- খাচার ভিতর কাকের ছানা, খাওয়াইতেছি ঘৃত চিনি (গান নং ৬৭৬)
- খাসপে জালাল রুহে কামাল, আলেফ আল্লা এক জায়গায় (গান নং ৪৩২)
- খুজলেনা মন তারে (গান নং ৫১৫)
- খেলার সাথি বানাইয়া, দুঃখ দিতেছো বারে বারে (গান নং ৩৯৭)
- খেয়ালী সাগরে নৌকা বেয়ে আমি যাই চিরকাল (গান নং ৫৯৮)
- খোদ ভাণ্ডারেই খোদা গোপন, খুদিকে কর সাধনা (গান নং ৬৪৭)
- খোদা তুমি আছো আমার মন মন্দিরে বসিয়া (গান নং ৫২৩)
- খোদা তুমি স্বরুপ ধরে, সামনে পড়ে (গান নং ৬৮৭)
- খোদা তোমার নাম শুনিয়া (গান নং ৩৫১)
- খোদাকে বিশ্বাস করো, গুরুকে হৃদয়ে ধরো (গান নং ২৯০)
- খোদার ঘর শুধু মক্কা শরীফ, এই কথা পাগলে বলে (গান নং ৬৯২)
- খোদার তরফ হইতে কথা, মনে ভাসে বরাবর (গান নং ৫৫৬)
- গাছ রুইয়াছে উল্টো কলে, মাঝখানে ফল ধরে (গান নং ৪৯৭)
- গাছতলাতে কব্বর হবে, শোন তোরে কই অবুঝ মন (গান নং ৪২)
- গুইল মারা যায় গাতে (গান নং ৩৪৯)
- গুরু কও সত্য বাণী (গান নং ২৪১)
- গুরু তোমার আশা করে ভাসিলাম এ ভব সাগরে (গান নং ১০৭)
- গুরু বিনে আপন কেবা, আছেরে তোর সংসারে (গান নং ৫০৯)
- গোকুলে হইলাম কলঙ্কিনী গো প্রাণ সজনী (গান নং ২০২)
- গোলক ধাধা গোলে বাধা, গোল নিয়ে মোর বাজলো গোল (গান নং ২১)
- গোসাই তোমার করণ কারণ, দেহের গঠন (গান নং ৫৭)
- গড়িতে আদম তন, আপে সাঁই নিরঞ্জন (গান নং ৭৯)
- গড়ের মাঠে বড়লাটে, দিয়াছে এক ম্যাচ খেলা (গান নং ২৭০)
- ঘরবাড়ি ছাড়িলাম রে নদীর পাড়ে ঘুরি রে (গান নং ১৮৫)
- ঘরে আর বাহিরে, সারাটি জীবন ভরে (গান নং ৪৮০)
- ঘাটে গিয়া বসে থাকো, নয়ন রাখো (গান নং ৩২১)
- ঘাটে মাঠে চলে গাড়ি, কিবা আজব কল (গান নং ২৫৪)
- ঘুইস্যা ঘুইস্যা প্রেমের আগুন পোড়াইলো মোর হিয়ারে (গান নং ৩৭৭)
- ঘুম দিলো চৈতন্য গোসাই, বাইর বাড়ি রংমহল ঘরে (গান নং ৪৫৬)
- ঘুম দিয়েছো রিপুর দেশে, মন রঙ্গের বসতি (গান নং ৯৭)
- ঘোর বিপাকে পড়লো তরী, অবেলা এই ভবসাগরে (গান নং ৪৪৪)
- চক্ষু কর্ণ নাসিকা আর জিহ্বা চর্ম লইয়া (গান নং ৪৭৯)
- চলে এসো আমার সাথে, মাতোয়ারা প্রেমের দেশে (গান নং ৫৭৭)
- চাইনা বুঝিতে, কে তুমি জগতে (গান নং ২২৯)
- চিত্তচোরা বন্ধু আমার রহিলো কোন দেশে গো বেদনি সই (গান নং ৩৯৩)
- চিনা যায়না বাবুসাহেব রঙ্গি চঙ্গি পোশাক পরে (গান নং ৬০১)
- চির অন্ধকারে যাবে, রং লীলা তোর সাঙ্গ হলে (গান নং ৫৫৩)
- চিরদিন কি থাকবে তোর (গান নং ৬৩০)
- চীন শহরে আপন ঘরে তাস খেলোরে মন (গান নং ১১২)
- চুলা বানাইলো কী কৌশলে (গান নং ১৪৫)
- চেনগা মানুষ ধরে (গান নং ৩৬)
- চেহেল মীমের কর ঠিকানা রে, মন দেওয়ানা ও (গান নং ৪১০)
- চোখ থাকিতে হইলে কানা, ওরে আমার অবুঝ মন (গান নং ৫৯১)
- চোখ থাকিতে হইলে কানা, ওরে আমার হুশ হারা মন (গান নং ৫২৮)
- চোখ রাঙ্গায়ে কথা বলে, পোষাক লয়ে চলে তারা (গান নং ৫৭৫)
- ছি ছি ছি লাজে মরি, বিধি তোমার কাজ দেখে (গান নং ১৮)
- ছিলো না আসমান জমি, আগুন মাটি হাওয়া পানি (গান নং ৮৩)
- ছোটবেলার কথারে বন্ধু, গিয়াছো ভুলিয়া (গান নং ৪১২)
- জগতে মানুষ মরে চিরতরে (গান নং ৬১৮)
- জগতে সবাই মরে চিরতরে (গান নং ৪৯৫)
- জগতের ভাব দেখিয়া মরি (গান নং ৬০৮)
- জগৎ ভরে কান্না হাসা, ভালবাসা (গান নং ৬২২)
- জনম কেন হলো তবে (গান নং ১৩৩)
- জনম ভরে আমার তরে, দিবানিশি কাঁদে প্রাণ (গান নং ২০৩)
- জন্ম মরণ বুঝতে পারে, এমন সাধ্য আছে কার (গান নং ২৬৯)
- জন্মনিরোধ না করিলে, সুখ পাবেনা এ সংসারে (গান নং ৩৪৫)
- জমিদারী ছিলই বটে, পাই না যে তার ঠিক সীমানা (গান নং ২১০)
- জলে বিম্ব আকারে ভাসে পরওয়ারে (গান নং ৮০)
- জলের নীচে চাঁদ উঠেছে, ধরতে গেলে বাজে গোল (গান নং ১৪৪)
- জাগ্রত নয় জীবন আমার, আছি একটা স্বপ্ন নিয়া (গান নং ৫৩৫)
- জাতি ধর্ম বলে কারে (গান নং ৮৫)
- জানিনা কই যাবো আমি, হায় বন্ধুয়া রে (গান নং ৪২৬)
- জানিনা বুঝিনা কিছু আমি হইলাম কেমনে (গান নং ৫৩৮)
- জানিবো কেমনে খেলিছো গোপনে (গান নং ২২১)
- জিন্দা পীরের মাজার একখান, যেয়ে দেখ সুন্দরবন (গান নং ৩২৮)
- জীবন আমার ধন্য যে হায় (গান নং ১৬৪)
- জীবন গেলো অকারণে, হুশ করগে মন দিন থাকিতে (গান নং ৪৪৩)
- জীবন থাকতে করো গিয়া, তোমারই এই রুপের সাধন (গান নং ৬৮৪)
- জীবন থাকতে সামনে পড়ে স্বরুপ ধরে (গান নং ৬৮২)
- জীবন ভরিয়া যতন করিয়া (গান নং ২৪৬)
- জীবন ভরিয়ে কত না করিয়ে (গান নং ২০)
- জীবন ভরিয়ে যতন করিয়ে (গান নং ১৭৫)
- জীবন লয়ে জন্ম হয়ে, কেন আবার যেতে হয় মরে (গান নং ৪৬০)
- জীবনে কি তোমায় কভু, চেয়েছিলাম একটি বার (গান নং ৭)
- জীবনে না দেখা দিলে, মরণে যেন পাই তোমায় (গান নং ১৮০)
- জীবনেরই তরে, ভাবো যেয়ে তারে (গান নং ৪৯২)
- জীবের মাথাতে রয় চূড়ামণি, আদ্যে ব্রহ্ম হয় যে স্থিতি (গান নং ৪৭১)
- জ্ঞান অঙ্কুশে ভক্তিবাণে, বেধে আনরে মন (গান নং ২৭৭)
- জ্বীন ফেরেশতা হুর ইনসান, সবাই চাহে তোমার কোল (গান নং ৩৩৮)
- জ্যোতির্ময় এই রবি শশী, ঠিক রাখে ঐ দিবা নিশি (গান নং ৫৮৪)
- টাকা কলির পরম ধর্ম, টাকাতে সকল কর্ম (গান নং ১৫৯)
- টুনটুনি তুই ছোটো রে পাখি, বাসা বানছে কোন বনে (গান নং ৪২২)
- ঠিকই যেন মনটা একটা পাতলা টিন (গান নং ৪৫)
- ঠিকের ঘরে হিসাব ধরে, পড়েছি এক সমস্যায় (গান নং ৫৪৩)
- ডাকলে কথা শুনবে কে (গান নং ১৭৪)
- তন্ন তন্ন করে খুজিয়া তোমারে (গান নং ৪৪৮)
- তাওই, কইবো কী বৌয়ের সুখ্যাতি (গান নং ১৬২)
- তাওয়াজ হাসিল করে, পীরের চরণ ধরে (গান নং ১২২)
- তাজ্জব হয়ে গেলাম বাবা, দিন দুনিয়ার ব্যাবহারে (গান নং ৩৪২)
- তাপিত হৃদয়, যারে দেখে শীতল হয় (গান নং ৩২২)
- তারে ধরতে সাঁতার দিলাম, কূল পাইলামনা দরিয়াতে (গান নং ৫৮৬)
- তারে ধরবো আমি কীসে (গান নং ২৮৩)
- তারে সহজে না মিলে (গান নং ১০৮)
- তুচ্ছ জিনিস উচ্চ করে, দিয়েছেন সাঁই দয়াময় (গান নং ২৬৮)
- তুমি আমার গলের মালা, তুমি বাঁকা শ্যাম (গান নং ৩৯২)
- তুমি আমার প্রাণারাধ্য, আছো বাধ্য (গান নং ৬১৬)
- তুমি আমার ভাঙ্গা ঘরে জনম ভরে (গান নং ৬১৯)
- তুমি আমি দুয়ের মাঝে গোল বাধিলো অবিশ্বাসে (গান নং ৫৩১)
- তুমি ছাড়া ভবার্ণবে, আমিত্বটা কিছুই নয় (গান নং ৬৬৭)
- তুমি জানবে কি আর সময় গেলে (গান নং ৪৮৬)
- তুমি না জাগাইলে প্রভু, জাগিবেনা প্রাণ আমার (গান নং ২২৭)
- তুমি নাচো তুমি গাও, তুমি বাজাও তোমার তালে (গান নং ২৩২)
- তুমি নিরাকার, বানাইয়া এ সংসার (গান নং ২২৩)
- তুমি যে পরম সত্য, আমি পূর্ণ মিথ্যাতে (গান নং ৫৪০)
- তুমি সত্য পরম তত্ব, হে মহাকাল, হে মহাকাশ (গান নং ৬৫৫)
- তোমরা ছুইয়ো না কেউ আমার গায় (গান নং ৩৬২)
- তোমার জগৎ বীণায় যে সুর বাজে (গান নং ৬৫১)
- তোমার পথ রুধিয়ে রইলাম খোদা (গান নং ৪৩৫)
- তোমার মতো দয়াল ভবে নাই (গান নং ৫১০)
- তোমার মনের মানুষ ধরো (গান নং ১০০)
- তোমারই মহিমা, না আছে সীমা (গান নং ২৪২)
- তোমায় আমি খুজতে এসে, হারাইয়া গেলাম অন্ধকারে (গান নং ৪৬৫)
- তোমায় খুজে হতাশ হইলাম (গান নং ৬৫৮)
- তোমায় ছাড়া বাঁচিনা আর, ধাইয়া ধাইয়া জ্বলে প্রাণ (গান নং ৫০৬)
- তোমায় তুমি ঠিক করিয়া ওজন দিয়া রাখছোনি মন (গান নং ৫৩৪)
- তোমায় তুমি না চিনাইলে প্রভু তোরে কে চিনে (গান নং ২১৫)
- তোমায় বলছি অদ্বিতীয়, অখণ্ড অসীম সাঁই (গান নং ৪৩৯)
- তোর পীরিতের বিষে মরা, অন্তর জ্বলিয়া রে (গান নং ১৭৮)
- তোর লাগি মোর ঝরে আখি, কেমনে পীরিতি রাখি (গান নং ১৯১)
- তোর লাগিয়া নয়ন আমার ঝুরে রে, পরাণ আমার পোড়ে রে (গান নং ৪২৩)
- তোরা কে যাবে গো আয় (গান নং ৪২১)
- ত্রিতাপ জ্বালায় প্রাণ জ্বলে যায় (গান নং ৪১৪)
- ত্রিবেণীর ঘাটে রে মন বসে একজন (গান নং ৭১)
- থাকতে ক্ষুধা প্রেমের সুধা পান করে যা পাগল মন (গান নং ৩১৭)
- থাকবার জায়গা নয় পৃথিবী, পরবাসী দুই দিনের তরে (গান নং ৫৫৪)
- দরবেশ তুমি আল্লা খোজো, ঋষি খোজে ভগবান (গান নং ২০৪)
- দায় ঠেকিয়া আছো তুমি, জীবন বয়ে যায় বন্ধু (গান নং ৪২৫)
- দিতে ভবে পাড়ি, পেলেন দেহতরী (গান নং ২৪৮)
- দিন গেলো বিফলেরে বন্ধু, দিন গেলো বিফলে (গান নং ১৬৯)
- দিন দুনিয়া চায় তোমাকে, তুমি রইলে চোখ বুজিয়া (গান নং ৪৪১)
- দিনে দিনে শক্ত করে বন্দী হলেম মায়াজালে (গান নং ৩০৮)
- দিল দরদে চাহো একবার, দেও খাজা রহমতের পানি (গান নং ৩৪১)
- দিলের খবর জানে খোদা, জানে রুহু ইনসানি (গান নং ২২)
- দীন দরিদ্র সেজেছো আজ আত্মঘাতি জাত বাঙালী (গান নং ৩৪৩)
- দুঃখি বিনে জানেনা কেউ দুঃখের বেদনা (গান নং ৩৫৪)
- দুদিন পরে কোথায় যাবো, কি হইবো (গান নং ২২৬)
- দুনিয়া না ভাঙ্গবে কখন, রোজ কিয়ামত, রোজেই হাশর (গান নং ৫৪৭)
- দুরন্ত ম্যালেরিয়া, কিভাবে আসিয়া (গান নং ১৬০)
- দেখবে যদি তোরা আয় (গান নং ৭৪)
- দেখলাম এই ভবের মাঝে, চিরদিন কেউ রহিলো না (গান নং ৪৪২)
- দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না (গান নং ২৮৫)
- দেখলে না রং তামাশা (গান নং ৬০৯)
- দেখিয়ে আদম, পাছে ফিরে গন্দম (গান নং ৮২)
- দেখে শুনেই বুঝে নিলে, সবেই তুমি এ দুনিয়ার (গান নং ৫৩৭)
- দেহ জমি পতিত রইলো, আবাদ করিলো না (গান নং ২৫২)
- দেহ রাজ্য থুইয়া রে তুই, হইলে আজ দীন ভিখারী (গান নং ৪৭৮)
- দেহ রাজ্যে রাজা প্রজা কই থাকে মন জানোনি রে (গান নং ৪৬৮)
- দেহে চন্দ্র সূর্য নক্ষত্র কই, রাখো নি মন তার খবর (গান নং ৪৭০)
- দেহের কারায় বন্দী হয়ে কারাবাসে (গান নং ৬৪০)
- দ্বিদলেতে লুকাইয়া আচে মনচোর (গান নং ২৫৬)
- দয়াল গুরু বিনে কইবো কথা কার সনে (গান নং ৫৩)
- দয়াল তোমার নামটি লইলে কী ফল ফলে (গান নং ৬৪৫)
- দয়াল মুর্শীদের বাজারে (গান নং ১১৩)
- ধরতে গেলে কই চলে যাও, কেউ তারে খুজিয়া পায়না (গান নং ২৩৭)
- ধর্ম কি জাত বিচারে (গান নং ৮৪)
- ধর্ম হতে এই জগতে, দলাদলিই কেবল সার (গান নং ৫৪১)
- ধান্দাবাজি কি কারসাজি, দেখলাম গুরুধন (গান নং ২৪০)
- নদী তুই কীসে হবে পার (গান নং ১৪২)
- না চাহিতে না কহিতে, গড়েছো এই দেহ আমার (গান নং ৫৫৮)
- নাই কিছু নাই, ফাঁকা এইসব, দুনিয়াই ঘেরা ছলনায় (গান নং ৫৪৬)
- নাই তুমি নাই আলেক সাঁই, মিশে গেছো আলো হাওয়ায় (গান নং ৫০৭)
- নাই তুমি নাই মিশে গেছো (গান নং ৬৩৭)
- নাইরে খোদা, মন বেহুদা, দেখনা গিয়া কোরাণে (গান নং ৫৫৯)
- নাফছে খোদা নাফছে শয়তান, করি নাফছের তাবেদারী (গান নং ৬৩)
- নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায় (গান নং ২৭৫)
- নামের মধু খাইলে পরে জীবন ভরে (গান নং ৬৭৫)
- নামের মধু খাইলে পরে, জীবন ভরে (গান নং ৬৬৩)
- নাহি আছে নিরুপণ, কোথায় বা সে জন (গান নং ৪৪৯)
- নিকটের বন্ধু তুমি, তোমার মত নাই আপন (গান নং ৩২)
- নিঠুর বন্ধের দেখা পাইতে আছে কয়দিন বাকী রে (গান নং ৩৮৫)
- নিত্য আমার চিন্তা হতে কোনোমতে (গান নং ৬২১)
- নিত্য নূতন ভাবে দেখিতেছি এই ভবে (গান নং ৩৪)
- নিরলে বসিয়া থাকি, সদায় হৃদয়ে রাখি (গান নং ৩৬৪)
- নিরাকারের বিকারে মোর নাইকো প্রয়োজন (গান নং ৬৯৫)
- নির্বিকারে একা সে জন, অনন্তকাল তায় বিরাজে (গান নং ৫৭৪)
- নীল দরিয়ায় তুফান এলো, মাঝিরে তোর নাও সামাল (গান নং ৫২২)
- নূতন নূতন রং চড়াইয়া, করো ভঙ্গিমা (গান নং ৪৬৪)
- নূরে কামাল রুহেজ্জামাল, কালবে খোদা বর্তমান (গান নং ৪৩৪)
- নূরের তত্ব আছে সত্য, রসুলে করেছে গোপন (গান নং ৫২৭)
- নৌকা আমার ভাসবে যেদিন, সেদিন কি আর যাবো কয়ে (গান নং ৩১৩)
- নৌকা বাইয়া বাইয়া যাই বিদেশের ব্যাপার করিতে (গান নং ৯৬)
- ন্যায়ে থাকো সত্য রাখো, ধর্ম রক্ষা তারেই কয় (গান নং ৬৯৩)
- নয় দরজা বন্ধ করে, আঁধার ঘরে দেও রওশনি (গান নং ৪৮৩)
- পঞ্চ আত্মা ছয় রিপু আর, অষ্ট শক্তি আছে এই ঘরে (গান নং ৪৭৫)
- পঞ্চে পঞ্চ মিশে যাবে, বিচার হবে আর কাহার (গান নং ৪৫৫)
- পথের মাঝে সত্যই বটে, এটা একটা আরামের ঘর (গান নং ৫৬৭)
- পর ব্রহ্ম পরমাত্মা, নিরাকার মন কয় যাহারে (গান নং ৪৪০)
- পরম চিনে জগত মায়ের করগা রে তুই অন্বেষণ (গান নং ৪৮৭)
- পরমাত্মা রুপে খোদা, আছেরে মন এ বিশ্বময় (গান নং ৪৬৩)
- পরিচয় আছে তোমার শক্তি, নামের অন্ত নাই (গান নং ২১৪)
- পরের বেদন পরে কি জানে, যে জানে সে জানে (গান নং ১৬৮)
- পাখি যদি আপন হইতো, কথা কইতো (গান নং ২৫৯)
- পাখি রবেনা পিঞ্জরে (গান নং ২৫১)
- পাগল করিলে রে বন্ধু পাগল করিলে (গান নং ১৭০)
- পাগল হইয়া তোর লাগিয়া কান্দিয়া হয়রান রে (গান নং ৩৯৮)
- পাগলা ঘোড়ায় দৌড়িতেছে আমারই হৃদয়পুরে (গান নং ২৬১)
- পাগলের হাট বাজারে দেখছি ঘুরে (গান নং ৬৭১)
- পাগলের হাট বাজারে, দেবগণ যুক্তি করে (গান নং ১৫৩)
- পাতালে এক পরশমণি, সাপের মাথায় চতুর্দলে (গান নং ১০২)
- পাপ পুণ্যের বিচারে এ ভব সংসারে (গান নং ৪৯)
- পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার (গান নং ২৩১)
- পাপে কারেও মাফ করেনা, বাপেরেও সে ছাড়েনা (গান নং ৫১৯)
- পাপে তোমার দুনিয়াই ঘেরা, পাপ ছবি তাই এঁকেছি (গান নং ৫২৪)
- পাপের ভিটায় ঘর তোলা হয়, দোষ একটি রয় তিন কোনা (গান নং ৫১৮)
- পার করো গহীন গাঙ্গের পাড়ি (গান নং ১৯৯)
- পাশুরা না যায়রে তারে, ভোলা নাহি যায় (গান নং ১৮৬)
- পিজর ফেলে গেলো গো চলে (গান নং ১৬৫)
- পীরিত করতে প্রাণে মরতে ইচ্ছা যদি থাকে কার (গান নং ৩৫০)
- পীরিতে জান্নাতের ফল ধরলোনা মোর বাগানে (গান নং ৫২৯)
- প্রকাশে মানব ছবি, গুপ্ত নিরঞ্জন (গান নং ২৫)
- প্রভু তুমি আছো কোথায়, আমি কি তার খবর জানি (গান নং ২৪)
- প্রাণ গেলোরে আমার কূল হারাইয়া (গান নং ৩৯১)
- প্রাণ বন্ধুয়া তোরে পাইলে (গান নং ৩৮৭)
- প্রাণায়াম অভ্যাস কর, সাধন পথে মন আমার (গান নং ১০১)
- প্রাণে আমার কত সয় (গান নং ৩৬১)
- প্রাণে আমার চায়রে যারে, মনে যারে চায় (গান নং ৩৭১)
- প্রাণের বন্ধুরে, তোর বিচ্ছেদে জ্বলে আমার প্রাণ (গান নং ৫১১)
- প্রাণের মাঝে দোল দিয়া মোর বন্ধু গিয়া কই লুকায় (গান নং ৬৭৭)
- প্রাণেরই কালিয়া দেখা দেও আসিয়া (গান নং ২২৮)
- প্রেম আশায় এ দুনিয়ায়, জীবেরে সাঁই দেয় জীবন (গান নং ৩১৬)
- প্রেম করা হবেনা আর, থাকলে কূলের ভয় (গান নং ৩১৮)
- প্রেম করিয়া নষ্ট হইলো, নূতন ফুলের কলিরে (গান নং ১৮১)
- প্রেম নদীতে রসের খেলা, খেলবি যদি আয় (গান নং ১২৭)
- প্রেম পাথারে জীবন ভরে, খেলে আমি যাই সাঁতার (গান নং ৩১৫)
- প্রেম পাথারে যে সাঁতারে, তার মরণের ভয় কি আর (গান নং ৫৫৭)
- প্রেমময় প্রভু তুমি, তোমার মত প্রেমিক নাই (গান নং ৭৫)
- প্রেমিকের ভঙ্গিতে যায় চিনা (গান নং ১৩০)
- প্রেমেতে বান্ধিয়া রাখো, রং বাজারে কুল কামিনী (গান নং ১৩৮)
- প্রেমের দেশে যাইতে হলে সাধন বলে (গান নং ৫২৫)
- প্রেমের দোলায় জন্ম আমার (গান নং ৩১৪)
- প্রেমের পূজায় কোনদিন আমায় দিবে নিয়া বলিরে (গান নং ৪০০)
- প্রেমের বাজারে যেতে যেজন পারে (গান নং ১২৪)
- প্রেমের বিরহীনি রে আমি, প্রেমের বিরহীনি (গান নং ৩৫৮)
- প্রেমের ভাও না জেনে, কাম নদীতে ডুব দিওনা (গান নং ৫২৬)
- প্রেমের মানুষ বলে তারে (গান নং ১০৯)
- পড়ে গেলাম অসম্ভবে, আশ্চর্য এই ভবে (গান নং ৪৫০)
- পয়সার মত এত ভালো, আর তো কিছুই নয় (গান নং ১৫৭)
- ফিরে যাওয়ার সময় হলো, এখনও তোর নাইরে চেতন (গান নং ৩০৯)
- বউ কথা কও ডাকছে পাখি ঐ গাছের আগায় (গান নং ১৪৩)
- বদ্ধ আছি মায়ার মোহে, ছুটে যাওয়া খুবই কঠিন (গান নং ৬০০)
- বধু আমার প্রাণ পুতুল (গান নং ৩৬৬)
- বন্ধু কই নারে বেদনা আমার (গান নং ৪১৭)
- বন্ধু কই রইলা রে, অকূলে ভাসাইয়া (গান নং ৪২৭)
- বন্ধু, সয়নারে এত দুঃখ আর (গান নং ৪১৫)
- বন্ধুয়া বৈদেশে গেলো গো, প্রাণ ললিতে (গান নং ৪০১)
- বন্ধুয়ারই দেশে যাওনি ভাইট্যাল নদী বাইয়া রে (গান নং ৪০৫)
- বলগো সজনী, কোথায় প্রেমের খনি (গান নং ৩৫৩)
- বলি ছাড়া কালীপূজা করবে যদি আয় (গান নং ১২৫)
- বলে দাও আমারে গো, কোন দেশে পাইবো তারে (গান নং ৩৯৬)
- বসন্ত বাতাসে ফুল ঝরে, নূতন গাছতলে (গান নং ৩২৪)
- বসিয়া নিরালা, ওহে চিকন কালা (গান নং ২৪৭)
- বাঁকা শ্যামের বিরহে গো, প্রাণ ললিতে (গান নং ৩৮১)
- বাংলাদেশে এসে গেলো আসামেরই কালাজ্বর (গান নং ৩৪৭)
- বাইরে আলো ঘরে আঁধার (গান নং ৬৯)
- বাজার ভাইঙ্গা চলে গেলে, কেউনা ফিরে আর ধরায় (গান নং ৬৫৪)
- বাজিকরের পাল্লায় পড়ে জীবন ভরে (গান নং ৬১৫)
- বাতাস তোরে ধরবো কী কৌশলে (গান নং ৬০৪)
- বারণ করো জন্ম দেওয়া, সুখ যদি ভাই চাও জগতে (গান নং ৬০৩)
- বাসনায় বিভেদ্য জীব, নিবৃত্তি প্রাণ তুমিময় (গান নং ৭৬)
- বাড়ি ভাঙ্গলো অসময়ে কাম নদীর ঢেউ লাগিয়া (গান নং ৫০০)
- বিকাশ ধারার পথ ধরে কেন, এলো আমার অনুরাগ (গান নং ৬৯৪)
- বিচার করলে নাইরে বিভেদ, কে হিন্দু কে মুসলমান (গান নং ২৩০)
- বিচারিলে পাওয়া যায়, কি একটা যেন প্রতি ঘটে (গান নং ২৩৩)
- বিশ্ব ব্যাপীয়া তোমার ছবি, রেখেছো যদি আকিয়ে (গান নং ২৯)
- বুঝলেনা মন মায়ের খেলা (গান নং ৩৩৩)
- বুঝিতে না পারি, ওহে বংশীধারী (গান নং ৪৩)
- বেশী কথা বলিসনা মন, বেশী কিছুই ভালো নয় (গান নং ১০৪)
- বেহেশতো আরশের উপর, শুনছি অনেক দূরেতে (গান নং ৫৭১)
- ভক্তি রাজা শক্তি রাণী, যে দেশে মন বসত করে (গান নং ৪৮৮)
- ভবনদীর কূলে বসে ভাবছো কিরে মন (গান নং ৯৪)
- ভবের মজা খাইতে গিয়া, সব ভুলিয়া (গান নং ৪৯৬)
- ভরিয়াছি পাপের ভরা, সাধন করা (গান নং ৩০২)
- ভাইস্তে লাহাব এই পথে ভাই গিয়েছিলো কোন কালে (গান নং ১৫১)
- ভাঙা পীরিত লইতোনা আর জোড়া গো বেদনি সই (গান নং ৩৭৮)
- ভাব বিনে কি ভাবের মানুষ ধরতে পারা যায় (গান নং ৩৮)
- ভাবছো কি মন সারা জীবন, এইভাবে তোর সুখে যাবে (গান নং ৪৪৫)
- ভাবলে না মন কর্মফলে, জন্ম নিতে হয় কতবার (গান নং ৪৫১)
- ভাবলেনা তুই নিজের লাগি, পরের দ্বারে কাঁদলে কেবল (গান নং ৫০১)
- ভাবের তরঙ্গে আসো আমার সঙ্গে (গান নং ১২৩)
- ভালো চাইতে মন্দ হইলো, আশার আশে গেলো জীবন (গান নং ১৭৭)
- ভালো নয় তোর দূরে থাকা, মন্দ বলে অভাগারে (গান নং ২৩৬)
- ভালো মন্দ বুঝিসনে আর, খুজে নে তোর মন মানুষে (গান নং ২৬)
- ভুবনের ঘাটে ঘাটে ফিরে আমার ভেলা (গান নং ৬৩৪)
- ভুল করে মূল নষ্ট হলো, মিছে গেলো এ জীবন (গান নং ৩১১)
- ভুলিতে না পারি তোমার চান্দ মুখখানিরে (গান নং ৪১১)
- ভুলে পড়ে জগৎ ঘুরে, যায়না মনের অন্ধকার (গান নং ৭৭)
- ভয় ছাড়ায়ে নিলে খোদা, তুমি আমার হৃদয় হতে (গান নং ৫৮৯)
- ভয় পেয়োনা সমঝে চলো, মনটাকে ঠিক করিয়া (গান নং ৫৫২)
- ভয়ের কথা শুনতে শুনতে নির্ভয় হলেম এক্কেবারে (গান নং ৫৬১)
- মইলাম চৌকিদারী চাকরী করে (গান নং ৬২)
- মইলাম পীরিতের অনলে গো, বেদনি সই (গান নং ৩৮২)
- মউত হায়াতে লয়ে একসাথে (গান নং ২৯৫)
- মন আমার কুইচ্চা মুরগী, ডিম পাড়িয়া খাচা লয়না (গান নং ২৪৪)
- মন চাষা তোর সময় গেলো বর্ষা এলো (গান নং ৭২)
- মন তুই চিনবে কি মানুষে (গান নং ৬৬১)
- মন তুই দেখ গিয়া নিজের ঘরে (গান নং ৬১১)
- মন তুই দেখ স্বরুপের ঘরে (গান নং ২৬৬)
- মন তুই ধরবি কীসে তারে (গান নং ৬৬৯)
- মন তুই ধরবি যদি পাড়ি (গান নং ৩০৬)
- মন তুই পাইলেনা আর তারে (গান নং ৬০৬)
- মন তুই পড়গে চরণ তলে (গান নং ১৪১)
- মন তোমার এই মানব তরী, বোঝাই ভারি (গান নং ৫৮)
- মন পাগল তুই যা বুঝিলে, তাই হবে তোর শেষ কালে (গান নং ১৪)
- মন বিলাসী রঙ্গিন বাঁশি, ললিতা সুর গায়রে (গান নং ৫১২)
- মন বেহুদা খোদা বলে ডাকছো কারে (গান নং ২১১)
- মন মসজিদে নামাজ পড়, কেবলা কাবা চিনিয়া (গান নং ৫৬৬)
- মন মুর্দা সব হাটে চরে, দেখতেছি এই দুনিয়াতে (গান নং ৪৬৭)
- মন যদি তোর সুজন হইতো, চোর ডাকাত আসতোনা ঘরে (গান নং ৪৮৯)
- মনচোরা আজ ধরা পড়ছে কুমতি সেই রাণীর ঘরে (গান নং ৪৬৯)
- মনপাখি তুই তারে ডাকি, কেন ভাসো আখিজলে (গান নং ১১)
- মনা ভাইরে অকূল নদীয়ার জলে (গান নং ২৮০)
- মনে নাই মোর, ক্ষমা কর মোর থাকলে কোনো অপরাধ (গান নং ৫৬০)
- মনে যা চায় করবিনা কেন, ভয় পেয়েছো কার কথায় (গান নং ১২)
- মনে লয় যা, করো খোদা, সকলই তোমার (গান নং ৩১০)
- মনের আশা মনে লইয়া, জ্বলে পুড়ে হইলাম ছাই (গান নং ৪২৮)
- মনের দুঃখ কইনারে বন্ধু, রেখেছি মোর অন্তরে (গান নং ১৯৩)
- মনের দড়ি ছিড়ে গেছে, পার শিকলে পড়ছে টান (গান নং ৬৭৯)
- মনের মানুষ পাইনা যে আর, পথ পরিস্কার (গান নং ৬২৫)
- মনের মানুষ হৃদয় মাঝে খুজে দেখলে না (গান নং ২৫৩)
- মন্ত্র পড়ে চাইনা আমি বিধি তোমার স্বর্গে যেতে (গান নং ২৪৩)
- মরণ যেদিন আসবে আমার, উঠবো গিয়া আসমানে (গান নং ৫৭৬)
- মরলে পরে মানুষ হবে, আর কি ভবে (গান নং ৪১)
- মরলে পরে শূণ্য ভরে যাবো উড়ে (গান নং ৬১৭)
- মরার পেটে জন্মে মরা, মরাই আহার করিতেছে (গান নং ৪৪৬)
- মরিলে যেন পাই গো তারে (গান নং ১৬৬)
- মা আমি তোর অবোধ ছেলে (গান নং ৩২৯)
- মা তুমি গো মন মোহিনী (গান নং ১৩৫)
- মাঝি বাইও বাইও তরী, বেলা থাকতে দেই পাড়ি (গান নং ৯৩)
- মাটির দেহ খাটি কর, খোলে তোমার দিল কোরাণ (গান নং ৬৮)
- মাতৃজাতির পানে চাহিলে নয়নে (গান নং ১৩৯)
- মানব লীলা কী চমৎকার, বুঝতে পারিনা (গান নং ১৪৮)
- মানবোনা আর তোরে খোদা, বেঁচে থাকি যতদিন (গান নং ৪৫৩)
- মানুষ আছে সবার ঘরে (গান নং ২৬৭)
- মানুষ চিনবে তুই কেমনে (গান নং ৬১২)
- মানুষ ছুরতে আপন কুদরতে (গান নং ২৮৪)
- মানুষ থুইয়া খোদা ভজো, এই মন্ত্রণা কে দিয়াছে (গান নং ১১৬)
- মানুষ নাহি মরে মনুরায় ঘুরে (গান নং ২১৭)
- মানুষ পড়ছে কী গোলমালে (গান নং ৬০৭)
- মানুষ বাজায় কলের বাঁশি, তালেতে বেতাল (গান নং ২৩৪)
- মানুষ বানাইলে কৌশলে (গান নং ২৭১)
- মানুষ মরে বিশ্ব ছেড়ে যাবে সে কোথায় (গান নং ৬৩৮)
- মানুষ যারা ছেড়ে গেলো, নাম মরেনাই দুনিয়ায় (গান নং ৪৬৬)
- মানুষ রতন করহে যতন, যারে তোমার প্রাণে চায় (গান নং ১১৭)
- মানুষ হইতে কয়জন পারে (গান নং ২৮৬)
- মানুষ হতে কয়জন পারে (গান নং ৬৬২)
- মানুষে খোদার নাম রেখেছে, নামের যে আর অন্ত নাই (গান নং ৪৩৭)
- মানুষে না বুঝবে খোদা, তোমার এইসব চালাকি (গান নং ৫১৬)
- মানুষে না বুঝে কিছুই, তাল তরঙ্গে ভেসে যায় (গান নং ৬২৮)
- মানুষে মানুষ আছে, পাপী তাপী সবার কাছে (গান নং ১২০)
- মানুষে মানুষ রইয়াছে, খুজে নেওয়া বড় দায় (গান নং ২৮৭)
- মানুষের এই চলারই পথ, দিছো তুমি পিছল করে (গান নং ৬০২)
- মানুষের বিচার করতে গেলে, কীসে তুমি হও প্রধান (গান নং ৫৪৮)
- মানুষের ভিতরে মানুষ, তার সনে মন করো খেলা (গান নং ২৭৬)
- মানুষেরই মৃত্যু আর ললাটেরই ভাগ্য লেখা (গান নং ৫৪৪)
- মানুষেরই সঙ্গে ঘুরছে প্রেম তরঙ্গে (গান নং ২২০)
- মারেফত বিচার করো, বসিয়ে শরীয়তের কোলে (গান নং ৪৮)
- মায়া নদীর অতল নীরে, দেহ তরী দিসনা ছেড়ে (গান নং ২৭৯)
- মায়া মোহে আটকা আছি, ছুটে যাওয়া খুব কঠিন (গান নং ৫৫৫)
- মায়ানদীর অতল নীরে, তরীটি ভাসাইয়া দেরে (গান নং ৩২৫)
- মায়ের সনে পারলামনা আর কোনো কৌশলে (গান নং ৩৩১)
- মিছে ভবের মায়ায় ভুলে, মন তোমার আর হুশ হইলোনা (গান নং ২৯৭)
- মিথ্যা যখন এই পৃথিবী, তখন হেথা কীসের ভয় (গান নং ৫৪৫)
- মীন ধরিবার আশে আইলাম ভবের বাজারে (গান নং ৬৯৮)
- মুই হতে তুই প্রকাশ হইলা গো এলাহি (গান নং ৫২০)
- মুকরম আবেদ শয়তান হলো, আদমকে না সেজদা করে (গান নং ২৯২)
- মুর্শিদ আছে পাছা নায়ের কাণ্ডারী (গান নং ২৮৯)
- মুর্শিদ আমার মওলা ধন, কেমনে পাইবো তোমার দরশন (গান নং ৫০৪)
- মুলকে হিন্দে গরীব নেওয়াজ, চাই তোমার মেহেরবাণী (গান নং ১৪৯)
- মৃত সঞ্জীবনী সুধা, পান করিলে ভবক্ষুধা (গান নং ৫৭৯)
- মেয়েরুপী কাল সাপিনী, জগত খেয়ে চেয়ে রয় (গান নং ১৩৭)
- মোল্লাজি, কন কি আজি (গান নং ৬৩১)
- মোল্লাজি, নামাজ দিয়া আল্লার গুদাম ভরি (গান নং ৬৫৭)
- মোল্লার মুখে এ কী শোনা যায় (গান নং ৬৯১)
- যত দেখি বিশ্বমাঝে, সকলই তোমার দান (গান নং ৬৪)
- যত সব অন্ধরে ভাই, অন্ধে ভরা এ সংসার (গান নং ৬৮৫)
- যাবে যদি ছুটে আয়, শুন তোরে কই মন পাগল (গান নং ২৮২)
- যাবে যদি ছুটে আয়, শোন তোরে কই মন পাগল (গান নং ১০৫)
- যে অবধি মনচোরারে হেরিলাম নয়নে (গান নং ৩৮৬)
- যে অভাগী প্রেম করিলো, তুই বন্ধুয়ার সাথে রে (গান নং ২০০)
- যে জ্বালা দিয়াছো প্রাণে, ভুলতে নারি এ জীবনে (গান নং ৩৬৯)
- যে দাগা দিয়াছো তুমি, পীরিত বাড়াইয়া রে (গান নং ৩৭৪)
- যে দেশে গিয়াছো চলে, ফেলে মোরে দুঃখানলে (গান নং ৩৬৮)
- যেয়ে দেখ যমুনার কূলে (গান নং ১৩২)
- যৌবন জোয়ারে, দেখে যাও আমারে (গান নং ৩৬৭)
- যৌবন জোয়ারের পানি ধরিলো উজান (গান নং ৩৯০)
- যৌবনে কি করলাম গো সই, সোনা বন্ধুর লাগিয়া (গান নং ৩৭৬)
- রং মাখিয়া ভূত সাজিয়া, ঘুরছে দশ চক্রের ফেরে (গান নং ৫০৩)
- রওজা শরীফ দেখনে আয়া, কই হামারা হাবীব নূরী (গান নং ১৫২)
- রবে না শমনের দায়, ভক্তি করো মায়ের পায় (গান নং ১৪০)
- রবেনা কেউর দিন চিরদিন, সুদিন কুদিন (গান নং ৩১২)
- রমণী দেখিলে মিশে থাকি বলে (গান নং ৩২৩)
- রাক্ষসিনীর দেশে আইলাম, হায় কী করলাম (গান নং ৬২৩)
- রাজার বাড়ির অতিথখানায় রইলাম বড়ই কষ্ট করে (গান নং ৬০)
- রাজ্য নষ্ট করিসনা মন, কুশাসন আর অত্যাচারে (গান নং ৪৭৪)
- রাতের পাখি ডাকি ডাকি, কোন দেশেতে উড়িয়ে যায় (গান নং ৫৯২)
- রুপ থাকলে কি পলায়ে থাকে (গান নং ২৩)
- রুপ দেখিয়া ঝাপ দিয়েছি কলঙ্ক সাগরে (গান নং ১৮৩)
- রুপের ঘরে ডুব দিয়ে দেখ স্বরুপ ছাড়া নাই সাধন (গান নং ১৯)
- রুপের ঘরে দরজা খুলে, দেখনা আকাশ পাতাল ছাড়া (গান নং ২৫০)
- রুপের পূজারী আমি, অরুপে জগৎ স্বামী (গান নং ৫৮০)
- রোজা রাখি বারো মাসে, এক দিন থাকি অনাহারে (গান নং ১১৪)
- লভিয়ে আত্মার বল, দূর করো দুর্বল (গান নং ২৭৩)
- লাভের আশায় করলে কি হায় (গান নং ৯৮)
- লোকে যে না শোনেরে বন্ধু, লোকে যে না শোনে (গান নং ৩৫৭)
- লয়ে সৈন্যগণ যুদ্ধের আয়োজন (গান নং ৫৫)
- শত জন্ম সাধন করে, ফল কি জীবের শিব না পাইলে (গান নং ৪৫৯)
- শিরে তারা ভালে শশী, উড়ছে রে বিজয় নিশান (গান নং ২৬৫)
- শুইন্যা যারে ভাটিয়াল গাঙ্গের পানি (গান নং ৩৮৩)
- শুকাইলো কমলের কলি, নতুন গাছের ডালে (গান নং ৩৯৪)
- শূণ্য হতে শূণ্য হয়ে শূণ্যে বদ্ধ রই আবার (গান নং ৪৫২)
- শোনা স্বর্গ শুনতে শোনায়, আছে অনেক দূরেতে (গান নং ৫৮৫)
- শ্যাম পীরিতের বিষে প্রাণ যায়রে (গান নং ১৮৪)
- শ্যামকে ভালবাসি গো সখি শ্যামকে ভালবাসি (গান নং ১৭২)
- শ্রদ্ধা নদীর বাইন্ধা রাইখ্য কূল (গান নং ৭০২)
- শ্রদ্ধা ভক্তি অনুরাগে, গুরুর কাছে শিখতে যাও মন (গান নং ৪৮২)
- সংসার বিদেশে বিদেশীর বেশে (গান নং ৮৭)
- সংসার সঙ্গীতে ইশারা ইঙ্গিতে (গান নং ২৯৩)
- সংসারে আসিয়া নাচিয়া হাসিয়া (গান নং ৪৯৩)
- সইলো সই (গান নং ১৯৮)
- সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া (গান নং ৬)
- সখিরে, আমার দুঃখ রইলো মনে (গান নং ৪০৭)
- সঙ্গে নিলেনা রে বন্ধু সঙ্গে নিলেনা (গান নং ১৭১)
- সত্য বিষয় উদ্ধার করো, গভীর জলে ডুব দিয়া (গান নং ৬৮৯)
- সত্য মানুষ বলবে তারে (গান নং ৬৬৮)
- সত্য রাখো দয়ায় থাকো, ধর্ম তো আর কিছুই নয় (গান নং ৬৫০)
- সত্যই যদি দয়াল তুমি হয়ে থাকো দয়াবান (গান নং ৫৬৩)
- সত্যের মামলা ডিসমিস হলো, লেখার মতে কোরাণে (গান নং ৬৮৬)
- সদায় তোমার নামটি শুনি, ওহে ধনী (গান নং ১০)
- সপ্ত রাগিণী বাজে তপ্ত হিয়ার, জানি না কোন গোপনে (গান নং ৪৭)
- সবাই করে একের আশা, এক ভিন্ন আর কিছুই নাই (গান নং ২২৪)
- সমান পবন নইলে ঘুড্ডি ওড়েনা আকাশে (গান নং ২৪৯)
- সময় আমার আসছে নিকট, ঘোর সংকট (গান নং ৬২৪)
- সময় আমার এলো নিকট, ঘোর সংকট (গান নং ২৬৪)
- সময় আর এই শূণ্যটারে ভাবতে গেলেই বাঁধে গোল (গান নং ৬৪৬)
- সময় শূণ্যে আল্লা বলতে বাধা কিবা আছে তায় (গান নং ৬৯০)
- সসাগরা বসুন্ধরা, মন রাজার দখলে আছে (গান নং ৪৭৭)
- সাঁইয়ের করণ কারণ স্বরুপ দর্শন, সামান্যে কি জানে রে (গান নং ৬২৯)
- সাধ না মিটিলো আশা না পুরিলো (গান নং ৮৯)
- সাধন করবি যদি তোরা (গান নং ১১১)
- সাধন করলেনা রে ও মন, হেলায় বসে দিন কাটাইলে (গান নং ৪৮৪)
- সাধন ভজন পারবোনা আর, মনটা যদি ঠিক না হবে (গান নং ১৩)
- সাধের তরী বোঝাই ভারী, ঠেকিলো আজ বালুচরে (গান নং ৩০৩)
- সান্ধ্য সমীরে যমুনারই তীরে (গান নং ৩০৭)
- সামনে আমার অকূল পাথার, কেমনে হই পার (গান নং ৬৫৯)
- সারা জীবন ঘুরিসনা আর, মন তুমিরে এমন করে (গান নং ৩০০)
- সারা নিশি তোমার আশে, জাগিয়া পোহাইলাম রে (গান নং ৩৯৫)
- সারাটা জীবনে তোমারই কারণে (গান নং ১৭৬)
- সারাটি জীবন থাকিবো তোমারই (গান নং ৩২০)
- সুখের পিঞ্জরে বসতি যে করে (গান নং ২৫৭)
- সুরমাই নদীর পারে রে বন্ধু, ধিরাই সুতের ধারে (গান নং ৪০৯)
- সৃষ্টিতে আনন্দ ভরা, দেখে আমি আত্মহারা (গান নং ৫৮৩)
- সেই পাড়ে তোর বসতবাড়ি, এই পাড়েতে তোর বাসা (গান নং ৯৫)
- সৌন্দর্য হয় প্রেমের সিড়ি, বেহেশতো টা ইহকাল (গান নং ৬২৬)
- স্থলেতে ভুলিয়া রইলে, সার হলো তোর ধুলাখেলা (গান নং ২৭২)
- স্নান করতে চাও, ডুব দিয়ে যাও, শরীর যেন ভিজে না (গান নং ৫১৪)
- স্নান করো ভাই, ডুব দিয়োনা যমুনায় গিয়ে (গান নং ১২৯)
- স্বপ্নে ঘেরাও এই পৃথিবী, স্বপন ছাড়া কিছু নাই (গান নং ৫৩৬)
- স্বভাবে সাকার, মানুষ আকার (গান নং ৫)
- স্বভাবেতে ভাব ধরিয়া মানুষ হইয়া, আছো তুমি ভবপুরে (গান নং ৬৬০)
- স্বর্গ তোমার আছেরে মন হয়ে গোপন (গান নং ৬১৪)
- স্বর্গ যদি থাকেই তবে আছে জানো এই জগতে (গান নং ৫৬২)
- স্বামী আমার লয় না প্রসাদ, কইবো দুঃখ কার সনে (গান নং ১০৬)
- স্বার্থময় জগতে, মানুষ কোনোমতে (গান নং ২৯৯)
- স্রোতের মুখে কূল যে ভেসে যায় (গান নং ৬৪২)
- হলুদ বরণ রুপের কণ্যারে তোর মেঘবরণ চুল (গান নং ৫২১)
- হাইকোর্টে এক সত্বের মামলা শুরু হইলো কোনকালে (গান নং ২৪৫)
- হাতে না থাকিলে পয়সা, অন্তরে হয় পাপের বাসা (গান নং ৩৪৬)
- হারাইয়া তালাশ করি প্রাণ বন্ধু আমার (গান নং ৪০২)
- হালকা জিকির কর রে আশেক, যত মুসলমান (গান নং ৪৯১)
- হায়রে, কই গেলা মোর প্রাণবন্ধু, ফেলে আমারে (গান নং ৫১৩)
- হিসাব করে দেখ, পালিয়ে যাবে সেদিন কোনখানে (গান নং ৪৯৪)
- হৃদয় আসন শূণ্য করে, হাওয়ায় উড়ে (গান নং ৬৪৩)
- হৃদয় বৃন্দাবনে আইলো কৃষ্ণ কালা রাই কিশোরী (গান নং ৪৭৬)
- হে মোহাম্মদ, পাপমুখে না গাইতে পারি তোমার গুণগান (গান নং ৫৯৩)
- হয়েছি এমন মলিন বদন (গান নং ৩৫২)