বন্ধুয়ারই দেশে যাওনি ভাইট্যাল নদী বাইয়া রে
পরদেশী নাইয়া, কইয়ো খবর, বন্ধুয়ার লাগিয়া ।।
নাইয়ারে, নিত্যি নায়িরে শানে, বান্ধা ঘাটেতে বসিয়া
উজানি নাও দেখলে আমার চমকে ওঠে হিয়া রে ।।
নাইয়ারে, বহুত দিন হয় আছে একা, বন্ধুরে হারাইয়া
মনে কি পড়েনা তার, কবে হইছিলো বিয়ারে ।।
নাইয়ারে, নীল দরিয়ার ঘাটেরে বন্ধু, গোলাপ লাগাইয়া
আপনি ফুটাইয়া ফুল, রং দেখছে তার বইয়া রে ।।
নাইয়ারে, ভাটির দেশে কাজল মায়ায়, কাঁদে পোড়া হিয়া
আর নি দেখা পাবে জালাল ভব সমুদ্দুর বাইয়া রে ।।