প্রাণ বন্ধুয়া তোরে পাইলে
পাইলে না দিতামরে আর ছাড়িয়া ।।
ছাড়িয়া না দিতাম তোরে, যাইতাম সঙ্গী হইয়া
তুই করিতে শ্রাদ্ধ আমার গলায় পিণ্ডি লইয়া ।।
কর্মদোষে এই বিদেশে মা বাপে দিলো বিয়া
ঠাকুর থুইয়া তুলসী গাছে, দিন গেলো ভজিয়া ।।
কত কষ্ট সইয়া গেলাম, জীবন আমার ভরিয়া
মোর পানে আর চাইলোনা কেউ, পন্থে রই বসিয়া ।।
পরবাসেতে সব বিদেশী, থাকবো কারে লইয়া
জালাল কহে আর না সহে, মরবো গরল খাইয়া ।।