জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২১৭

মানুষ নাহি মরে মনুরায় ঘুরে
আসা যাওয়া বারে বারে চৌরাশি ভ্রমণ ।।
জীবন লইয়া যাবে যাহা করিয়া
মরলে পরে হিসাব নিয়া ঠেকিবে তখন
সেই যে কারণে ফিরে বনে বনে
যোগী ঋষি মহাজনে করিছে সাধন ।।
এই পারের উন্নতি পরকালের গতি
উর্দ্ধ দিকে নিয়া যাবে, যে করবে যেমন
ভুলিয়া থাকিলে চৈতন্য না হইলে
নিশ্চয় সে কপালে ঘটবে বিড়ম্বন ।।
জীবাত্মা জানিও সত্য, অহমেরই পরম তত্ব
পরমের না ধ্বংস আছে, সৃষ্টি যতক্ষণ
জালাল উদ্দীন কয়, মিছে বয়ে গেলো সময়
চিনিতে না পারিলাম পরমার্থ ধন ।।