জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৫৮

তোমায় খুজে হতাশ হইলাম
জীবনে না পাইলাম কভু আর
আয়ু সূর্য অস্তাচলে
ঘিরছে এসে অন্ধকার ।।
অনন্ত দূরন্ত দেশের, যে অচিন্ত্য মহাজন
চিন্তা করে ধ্যানে এনে কয়জনে তার লয় শরণ
পিছনেতে ঘুরছে শমন, বাঁচাতে সাধ্য নাই কাহার ।।
কত জন্ম ভ্রমণ করি, কোন সে কর্মফলে
মানব লীলা ঘুরে এলাম, দুঃখের ধরাতলে
দিন যেতেছে অবহেলে, চৈতন্য হলোনা আর ।।
ব্রহ্মরন্ধ্র পথে একদিন শূণ্যে উড়ে যাবো
যেথা ছিলাম তথায় গিয়া মনের মানুষ পাবো
এমন কঠিন যন্ত্রণালোকে ফিরে আসতে চাইনা আর ।।