জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৬৯

মন তুই ধরবি কীসে তারে
তোর সনে সে শুয়ে ঘুমায়, দেখতে পাওনা একটু করে ।।
ধরতে যদি মনে করো, অন্তরেতে ধেয়ান করো
মানুষ একটা রয় ভিতরে, ত্রিবেণীর ধারে
খোদার যা হয় রং ছুরত, সে তোমারই আকার ধরে
দুনিয়াতে দেখলে কতই, তোর মতো কি দেখছো কারে ?
লা শরীক তার শরীক যে নাই, মালিক সে তো নিজে একাই
হারাইয়া তোর সেই আলেক সাঁই, ডাকছো জীবন ভরে
তোর নাকে সে বাতাস টানে, ঘরে আর বাহিরে
তোর কানেই সে শোনা সদায়, তোর মুখে তার বাক্য সরে ।।
ধোকাবাজি এই খেলাঘর, খোদে খোদা জেনে ঠিক কর
মরণের আগেতে মর, নিজকে সাধন করে
স্বরুপ লয়ে বসলো যারা, ঘরবাড়ি সব ছেড়ে
হঠাৎ করে পায় সে দেখা, জালালি সেই রুপটি ধরে ।।