কত রঙ্গে সাজিলা বন্ধু, রঙ্গিলারে তুই বড় কঠিন
সোনা বন্ধুরে, আর কেন আমারে বাসো ভিন ।।
বন্ধুরে, আশ্বিন মাসে ধানের গাছে, খাটি রং তার ধরে
সন্তানের ভার মাথে নিয়া পৌষ মাসেতেই মরে
কুল যুবতীর এমনি রীতি, রুপ থাকে তার কয়টা দিন ।।
বন্ধুরে, বরষারই আগমনে, ব্যাঙের কতই রং
নানান জাতি মুচ্ছি সাজে, সাজে কতই ঢং
যেমনি ছিলাম তেমনি আছি, দুঃখে কষ্টেই গেলো দিন ।।
বন্ধুরে নিয়রের পানি পাইলে, সাজে গাছের পাতা
আপন মনে নিরজনে সর্পে লয় তার গাতা
আমার শান্তি নাই জগতে, জল ছাড়া হইয়াছি মীন ।।
বন্ধুরে, সাজে আসমান সন্ধ্যাবেলায় সিন্দুরের রং লইয়া
সাগর সাজে সূর্যোদয়ে ঝিলমিল করিয়া
মরার আগে সাজাইতে কেঁদে কয় জালাল উদ্দীন ।।