জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৯১

ঔষধে কি রোগ যাবে তোর, ঠিক ব্যাবস্থা হইলোনা রে
কর্মফল সঙ্গে চলে, সুখে দুখে এ সংসারে ।।
আয়ুর্বেদে পাওয়া যায়না ব্যাধীর কোনো নিশানা
রাত্রদিন রয় বেফানা, এই রোগে ধরেছে যারে ।।
প্রথম ছিলো পিত্তশূল, সেই সময় করেছো ভুল
না খেয়ে অনন্তের মূল, হাত দেখাইলে যারে তারে ।।
বোতলের জল ঢালিয়া, তিনবার খেতে আদেশ দিয়া
ডাক্তার গেলো ভিজিট নিয়া, ভাত খাওয়াটা নিষেধ করে ।।
সাগু বার্লি আনারসে, অঙ্গ দুর্বল অবশেষে
ধরলো এসে যক্ষা কাশে, বুকের বেদনা দ্বিগুণ বাড়ে ।।
চিন্তা হইলো রাত্রদিনে, নিদ্রা নাই যে দুই নয়নে
কি হবে আর ইঞ্জেকশানে, সমন লয়ে পিয়ন ঘোরে ।।
মধু দিয়ে চতুর্মুখ, বড়ি খেয়েও পাইলেনা সুখ
তাবিজ কবজ শিরনি মানা, পীর সাহেবের দরবারে ।।
জালালে কয় শোনরে পাগল, যা ছিলো পথের সম্বল
সেই ধাতু করিলে দুর্বল, এ দোষ তুমি দিবে কারে ?