জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৮২

দেখিয়ে আদম, পাছে ফিরে গন্দম
বলে তুমি অমর হবে খাইলে আমারে ।।
শয়তান আসিয়া মেয়ে তখন সাজিয়া
গন্দম খাওয়াইয়া পাঠায় দোহারে
সরন্দীপ আদমে নিলো, হাওয়াকে জেদ্দায় দিলো
চল্লিশ বৎসর কাদিলো প্রেমে পরস্পরে ।।
তওবা করিলো যদি মিলায়ে দিলো বিধি
আনন্দে রহিলো তাই ভবের বাজারে
সন্তান শীশের ঘরে ইশ ইয়াকুব সংসারে
বাড়াইলো মানব জাতি এই প্রকারে ।।