জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১০০

তোমার মনের মানুষ ধরো
যারে দিয়ে পয়দা হলে, তারে তুমি কেন ছাড়ো ।।
যে পূজিতে হয়রে ব্যাপার, চলিছে ভবের বাজার
তারে না চিনিলে এবার, আপন সাধেই মরো
লাখে লাখে ডুবিতেছে, মায়া নদীর পাড়ে
জীবনের মাঝে মরণ, চিনিয়া তারে সাধন করো ।।
রতি রণে গিয়ে পরে, প্রেম অস্ত্র সঙ্গে করে
রিপু যেজন মারতে পারে, বুঝে আপন পরো
পরম অংশের পূজি মিলাও, থাকিতে সংসারে
কমতি পড়লে সিঁধ কাটিয়া, ধনীর ঘরে চুরি করো ।।
প্রেম বাজারে কলের ব্যাপার, উল্টা তাহার ব্যাবহার
যদি ইচ্ছা রয় কাহার, গুরুর সঙ্গ ধরো
মেয়েরুপী মহাজনের সঙ্গে শয়ন করো
ভাণ্ডারে তার অমূল্য ধন, আপনার বাকসে এনে ভরো ।।
রাজহংসের ভাব ধরিয়া, দুগ্ধ খাও জল ফেলিয়া
সর্পের মাথায় ব্যাঙের নৃত্য আগে সহ্য করো
বিজয়পুরের বীজমন্ত্র, দমে দমেই পড়ো
জালালে কয় এই সন্ধানে কামের বিকার দমন করো ।।