তুমি আমার প্রাণারাধ্য, আছো বাধ্য
সকল কাজে সব সময়ে ।।
আমি কই আমার আমার, খুব অহংকার
রাত দিন থাকে এই হৃদয়ে
আসলেতে তুমি সত্য, মহা তত্ব
দেখলাম সুক্ষ্ম বিচার লয়ে ।।
কোথায় তুমি, কইবা আমি, অন্তর্যামী
থাকতে আছো বাস্প হয়ে
একদিনও আর দেওনা ধরা, জীবন ভরা
রইয়া গেলা কষ্ট সয়ে ।।
তুমি হেথায় সুখ চাহিলে কলকৌশলে
আনতে পারো জগৎ জয়ে
তবে কেন এই কষ্ট করো, ভাতে মরো
পারলামনা আর কত কয়ে ।।
শুনছি একদিন হিসাব নিবে, কি করিবে
মরতে আছি সেই যে ভয়ে
ক্ষুদ্রের বিচার নিতে গেলে, জালাল বলে
তুমিও যাবে ক্ষুদ্রই হয়ে ।।