পাপে কারেও মাফ করেনা, বাপেরেও সে ছাড়েনা
শাস্ত্রে প্রমাণ আছে দেখো, কর্মফলেই পাছে ঘোরে ।।
ব্রহ্মা বিষ্ণু মহেশ তিনে, সত্ব রজ তম গুণে
সৃজন পালন সংহারণে রয়েছে ঐ বিশ্বজুড়ে
দেবের দেব মহাদেব, পাপে হইয়া পরাভব
মৃত্যুঞ্জয় হইলেন সব, বুকে নারীর পদ ধরে ।।
অঙ্গিরা মুণির শাপে, শিবকে ধরে সেই পাপে
আপনারই মনস্তাপে, লিঙ্গ তার খসে পড়ে
সতীর পতির মরণ নাই, শঙ্খাশূরকে বধলেন তাই
তুলসীরই শাপে সেই গোসাই, শীলারুপ ধারণ করে ।।
দেবরাজ ইন্দ্র যেজন, হইলো সে পাপে মগন
গুরুপত্নী করলো হরণ, ভগচিহ্ন হয় শরীর
বৃহস্পতি নামটি শুনি, দেবতার পুরোহিত যিনি
পাপের দোষে হয় গৃধিনী, গো মরা ভক্ষণ করে ।।
চন্দ্রেতে কালিমা রেখা, পাপের চিহ্ন যায় যে দেখা
শ্রীকৃষ্ণের ভঙ্গি বাঁকা, চরণ চাপা বক্ষ পরে
হিমাংশু পাইলো দণ্ড, করিয়া যে পাপ প্রচণ্ড
জালালে কয় লণ্ডভণ্ড, ঘোর পাষণ্ড হইয়াছি রে ।।