জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪০

কেয়াছি দলিল হাদিস ফেকা, কোরানের মাইনি কঠিন
বিসমিল্লার উনিশটি হরফ, রয়েছে দোজখের জামিন ।।
সাত খণ্ড দোজখের কাছে, উনিশ জন ফেরেশতা আছে
আউযুবিল্লা বান্ধা আছে, শয়তানে রেখেছে ছাকিন
তারপরে ফাতেহা বলে, পিছের কথা আগে চলে
আলিপ লাম মীম যোগে মিলে, ইছমে আজম রয় বাতিন ।।
জিবরাইলে ওহি নিয়া, দিয়ে গেলো জবান খুলিয়া
অর্থ দেখো বিচারিয়া, হুদাল্লিল মোত্তাকীন
একরা বিছমে যখন কয়, ফয়েজ হাছিল তখন হয়
প্রাণের তারে কথা কয়, নায়েবে নবী মোহাজ্জেরীন ।।
নাজিল হয় আর রহমান, ফাবি আইয়ি তোকাজ্জিবান
নারী পুরুষ লুলু মারজান, ভাসতে আছে প্রতিদিন
কইতে গেলে কথার মূল, মুন্সী মোল্লায় কয় বাতুল
নিরানব্বই নামেরই ফুল, ফুটিলেন হযরত ইয়াসিন ।।
কুলহো আল্লা কলিজাতে, হু একফা নাসিকাতে
কলিমা দিলের সাথে, তখতে রব্বেল আলামিন
জালালে কয় ভাব বুঝিয়া, আপন কোরাণ লও পড়িয়া
মোমিন গেলো কাফের হইয়া, কইতে ওলাদ্দয়াল্লীন ।।