জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৪৮

তন্ন তন্ন করে খুজিয়া তোমারে
আসিয়াছি ফিরে নিরাশ হইয়া ।।
অন্দর বাহিরে, শহর বাজারে
মাঠে মাঠে ঘুরে কত তালাশিয়া
নদনদী মোহনায়, পাহাড়ি ঝরণায়
সাগরতলায় কত দেখলাম ডুবিয়া ।।
অনল অনীলে জাহ্নবী সলিলে
পত্র পুষ্পদলে কোথাও না পাইয়া
উপায় কি করিবো, কোথা চলে যাবো
ভাবিয়া নীরব অতৃপ্ত এ হিয়া ।।
কেন ভালবেসে অতি নিরুদ্দেশে
নাকেরই নিঃশ্বাসে রও লুকাইয়া
নিখিল ভুবনে, জ্বীন ও ইনছানে
হুর গেলেমানে ফিরে তালাশিয়া ।।