জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩১৪

প্রেমের দোলায় জন্ম আমার
তাইতে যেন হয় মরণ
প্রেমের সুধায় ডুবে আছি, বেচে থাকি যতক্ষণ ।।
প্রেম এলো মোর গগনে, আসিলো প্রেম স্বপনে
মনের মাঝে মানিক নিয়ে করবো আমি তার ভজন ।।
মোর জীবনে ভুলের ছোয়া, ভালোবাসায় হলো ধোয়া
তারই দোলে দোলায় সাগর, ফোটায় কুসুম বিজন বন ।।
প্রেমের পাখি সুরের খেলায়, আঁধার হতে নয়ন ফোটায়
অমানিশায় জ্বেলে আলো, করবো তারই অন্বেষণ ।।
মনের মাঝে যতই চাওয়া, প্রেমের কাছে হবেই পাওয়া
প্রেমের বাতি নিভলে জালাল, মুদিবে তার দুই নয়ন ।।