জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২৭৯

মায়া নদীর অতল নীরে, দেহ তরী দিসনা ছেড়ে
তাহলে তোর মুক্তি নাহি, লক্ষ জনম ঘুরেফিরে ।।
দমে ভাটির পানে ধায়, শমন রাজার ঘাটে লাগায়
নামের বাদাম তোল নৌকায়, প্রেম ভক্তি বাতাসের জোরে ।।
মাঝি ছয়টা আনাড়ি, সদায় করে মারামারি
ঘূর্ণিপাকে লাখে লাখে, ডুবে তরী ভব সাগরে ।।
পাইলে সুজন কর্ণধার, উজান তরী চলে যায় তার
ডুবাইলেও না ডোবে ভরা, লোকসান কিছু নাহি পড়ে ।।
হবি যদি মায়ামুক্ত, মনকে আগে করগে শক্ত
গুরু গোসাইর হওরে ভক্ত, শ্রদ্ধা বিশ্বাস অটল করে ।।