জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫৯

করেছে আজব কল, খাটেনা কার বুদ্ধিবল
বিলাতের মিস্তরী আনন্দে বসে ।।
ইঞ্জিলের মধ্যে তার দিবানিশি দেয় ঝংকার
মাঝে মাঝে একটি তারে তিন শব্দ ভাসে
এক তারে চলে খবর, যেতেছে দিল্লী শহর
আর একটিতে ভাসে লহর মধ্য প্রদেশে ।।
সুরাসুরী নরনারী আসে যায় তাড়াতাড়ি
একুশ হাজার ছয় শত যোগ নিঃশ্বাসে
জীবাত্মা মহাজন, হংস রবে উচ্চারণ
ভেদ করিয়া ত্রিভুবন অনন্তে মিশে ।।
মধ্যে জ্বলিছে অনল, ঢালিছে হলাহল
উপরে নীচে জল আছে দুই পাশে
দেখিতে মনোলোভা, নহে রাত্র নহে দিবা
রাতে ওঠে দিনমণি, চন্দ্র দিবসে ।।
বায়ুপিত্ত বলে, দুইধারে চলে
উঠিছে উর্ধ্বনালে বিদ্যুৎ নিমিষে
জালাল উদ্দিন বলে ভাই, বুঝিতে সাধ্য নাই
যে বুঝেছে সে রয়েছে গাছতলে বসে ।।