জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩৫৩

বলগো সজনী, কোথায় প্রেমের খনি
দিবস রজণী খুজি প্রেমের ঠাই, বলগো সজনী ।।
আগে মোর প্রাণে তুই, দিয়ে কত আশা
ভেঙেচুরে গেলে ইহ ভালবাসা
জনমেরই তরে প্রেমানলে পুড়ে, এক্কেবারে হয়ে গেলাম ছাই ।।
নিদ্রা ও আহার গেছে, শুকাইয়াছে মুখ
পাড়াপড়শি বলে ওগো, হলো কি অসুখ
কত ফাকি দিয়া রাখি বুঝাইয়া, কানাকানি তবু শুনিতে পাই ।।
প্রেমেতে বিরহছায়া পাছে জ্বালাতন
না জেনেশুনে হায় দিয়ে প্রাণমন
কেদে নিরবধি, কহে জালালউদ্দী, এই অবধি ক্ষান্ত দিয়ে যাই ।।