জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫০২

কূল না পেয়ে ভেসে আছি, সদায় মনের ভাবনা
যারে চেয়ে জীবন গেলো, তারে কি আর পাবোনা ?
দেখবো বলে করে আশা, সার হলো অকূলে ভাসা
হায় নিদারূণ ভালবাসা, তোর কাছে আর যাবোনা ।।
এবার যদি বাঁচি প্রাণে, বাধবো হৃদয় পাষাণে
মন দিয়া তার বাঁশির গান, দৈ জেনে চুন খাবোনা ।।
হলেম দোষী লোক সমাজে, মুখ দেখাইতে মরছি লাজে
ব্যাথায় ভরা দেহমাঝে প্রেম আগুন আর জ্বালবোনা ।।
কত রাজ্য রাজরাণী, কাঙ্গাল কিবা ধনী মানী
শত জ্ঞানের গুণী জ্ঞানী, শমন কারেও ছাড়বে না ।।
মিছেই তারে ভাবতে গিয়া, শরীরখানি শেষ করিয়া
জালাল ভাবছে বসিয়া, পাছের দিন আর আসবেনা ।।