সুখের পিঞ্জরে বসতি যে করে
জানিনা কি আছে মনে, সুখের পিঞ্জরে
ভাবে যেন বোঝা যায়, তার মনটা ভালো নয়
পলাইবার পথ না পেয়ে অধোমুখে রয়
জাত বুলি কয় সকল সময়, চমকে ওঠে ক্ষণে ক্ষণে ।।
শিকল কাটা স্বভাব তার, চঞ্চল বেঈমান
কারেও না কোনোকালে করে আত্মদান
গাহিছে গান আমার সমান, নাই কেহ আর ত্রিভুবনে ।।
অষ্টধাতুর পিঞ্জরেতে তিনগুণের টানা
পঞ্চরসের ভাবের পাখি, ভাবে যায় জানা
বুঝিনা কে করেছে মানা, কইতে কথা আমার সনে ।।
জালালে কয় মনিয়া পাখির স্বভাব ভালো নয়
বললে হয়তো দু চার কথা, তার ভাবেই সে কয়
পলকেতে ফাকে ফাকে, উড়িয়ে যায় জঙ্গল বনে ।।