জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩৯৮

পাগল হইয়া তোর লাগিয়া কান্দিয়া হয়রান রে
নিঠুর বেঈমান, ঘুইরা বেড়াই অভাগিনী, পাহাড় ময়দান ।।
বন্ধুরে, স্বপনে রাজত্ব দিলে, প্রেম শিখাইয়া ভুলে গেলে
অপরাধ ক্ষমা করে চরণে দেও স্থান
প্রেমজ্বালা সইতে নারি, কোনদিন নাকি প্রাণে মরি
তোর নামের কলঙ্ক গাইবে, জমিন আসমান রে ।।
বন্ধুরে, প্রেম বাগিচায় ফুটছে ফুল, সৌরভেতে প্রাণ আকুল
নূতন ফুলে বসে একবার মধু করো পান
বুক ফেটে যায় দারুণ বিষে, তুই বন্ধু জানিবে কীসে
বিনা মূলে বিকাইলাম, জাতি কূলমান রে ।।
বন্ধুরে, লায়লির পীরিতের কাঙাল, কাঁদে মজনু চিরকাল
তোর বাহানা গেছে জানা, নিদয় পাষাণ
প্রেম দরিয়ায় দিয়ে সাঁতার, এই দশা ঘটিলো আমার
লাভের আশায় দীণ জালালের পড়েছে লোকসানরে ।।