মন তুই দেখ স্বরুপের ঘরে
খোদে খোদা নয়রে জুদা, আছে খোদের ভিতরে ।।
ডিম্ব ফুটে বাইরে গেলো, খোদে খোদা শব্দ হইলো
শুনবে যদি সঙ্গে চলো, হৃদয় মন্দিরে
তিন জনায় তিন ধারে বসে একটি নামেই ধরে
নামের অর্থ আপনি খোদা, যোগে যদি মিশতে পারে ।।
তুমি আমি এ সংসারে, স্বশক্তি আপনার ঘরে
বলে আল্লা পরোয়ারে, নিজেই মানুষ গড়ে
আল্লায় যে করেনা কিছু, ভেবে দেখ বিচারে
আলাকে জীবন্ত অনু পানিতেই দিয়েছে ছেড়ে ।।
নামাজ রোযা করছে যারা, মনে মনে ভাবে তারা
পূণ্য যা হয় পাঠাইবো আল্লার ঐ দরবারে
নেকীর এসব দোকানদারী আল্লায় নাহি করে
ইনসানিকে বাসতে ভালো, জন্ম দিলো আদমেরে ।।
জালাল কয় মোর পাগলা মতি, হিসাব নাহি দিবারাতি
কে থাকিবে চিরসাথী, কার বিচার কে করে
এত রঙ্গে কে আসে যায়, ভবের এই বাজারে
মনের আশা মনে রেখে পিঞ্জর থুইয়া মরা মরে ।।