মা আমি তোর অবোধ ছেলে
তুমি যদি ছাড়ো আমায়, রাখবো তবে কি কৌশলে ?
কাউকে তুমি যত্ন করে, কোলে তুলে ধীরে ধীরে
স্তন্যদুগ্ধ খেতে দিয়ে, মুখ মুছাইয়া নেও আঁচলে ।।
কেউ কাঁদিছে ধুলায় পড়ে, একটিবার চাহো না ফিরে
চোখ রাঙ্গায়ে লাথি মেরে, চিৎ করিয়া দেও ফেলে ।।
মোর পিছনে থেকে থেকে, পলকে পলকে দেখে
বাঁচিয়ে রাখ মা আমাকে, জালাল উদ্দীন কেঁদে বলে ।।