চোখ রাঙ্গায়ে কথা বলে, পোষাক লয়ে চলে তারা
এই বিশ্ব মানবের মাঝে, চুপ রয়েছে সাধু যারা ।।
কত রঙ্গের নকশী কথা, দিনে রাতেই শুনতে পাই
মানবী মোর গুরুর কাছে, মনের কথা সব জানাই
সে বলে দেয় বাদ দিয়ে রাখ, সমুজ নিয়ে পড়ে থাক
রং বিরঙ্গের কা কা ডাক, শুনিসনে আর জন্ম ভরা ।।
মাতাল সেজে চৈতাল গেয়ে, আমোদ করে যতজন
তাদের জন্য রাখছে নাকি, দোজখের এই অগ্নিদাহন
কার কি এরা করছে ক্ষতি, কেন হবে এই দূর্গতি
অন্যায়ে না গেলে মতি, পাপ কাজে না দিলে সাড়া ।।
মালা টানা সন্ধ্যা নামাজ, তপজপে যার তাগিদ রয়
করতে থাকুক জীবনভরা, যার যতদিন মনে লয়
তুমি থাকো আপনা লয়ে, মন মানুষের সঙ্গ চেয়ে
জালাল তুমি তোমার ভয়ে, হয়ে থাকো আত্মহারা ।।