জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫৭২

একত্রে হইয়াছে গাঁথা, সরু মোটা তিন পিতলা তারে
পুরানা তানপুরা আমার ঠিক সুরে তাই বাজেনারে ।।
যারে খুজতে জগত পাগল, সৃষ্টি নিগূঢ় তত্ব ভাবি
তারি হাতে রয়ে গেলো, সকল বাক্সের তালা চাবি
দিশাহারা মানুষগুলা করছে কত উলামেলা
এই দুনিয়া পান্থশালা, বিষম জ্বালা সহেনারে ।।
উদারা মুদারা তারা, সত্ব রজ আর তম গুণে
ঝংকারিয়া ভাসে ধ্বনি, রাগিণী না কেউ শোনে
ত্রিগুণেতে এই ত্রিভুবন, হিসাব নিলে হয় মহাজন
পেয়ে পরমার্থ ধন, ঘরেতে সে রহেনা রে ।।
দেহমধ্যে শিরায় শিরায়, জানিনা কী কথা কয়
অস্থির আমার অন্তরাত্মা, দিবানিশি জাগে ভয়
স্বর্গপুরে চলার পথে, উঠেছি এই দেহ রথে
শান্তি পাইনা কোনোমতে, ভাবনা চিন্তা গেলোনা রে ।।
প্রভাত আসে ফুলের মতো, দুপুর বেলায় বাধে সাজ
বহু রঙ্গে সর্ব অঙ্গে, জালালের এই হৃদয় মাঝ
লক্ষ্যশূণ্য লক্ষ আশা, বিকাল বেলা সব সমস্যা
রয়ে গেলো এলোমেলো, সমাধা আর হলোনা রে ।।