জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩০৯

ফিরে যাওয়ার সময় হলো, এখনও তোর নাইরে চেতন
কি করিতে ভবে এসে, করে যাও কি পাগল মন ।।
দিন ফুরালো, সন্ধ্যা হলো, আর কত ঘুরাবে বলো
রঙ্গ রসে জীবন গেলো, পিছনেতে কাল শমন ।।
হেলায় হেলায় বেলা গেছে, ঠেলা ধাক্কা বাকী আছে
জেনেও তোমার আশা মিছে, বন্ধ রইলে আজীবন ।।
কামিনীর কুহক জালে, আটক রইলে সকল ভুলে
হুশ হইবে আর কোন কালে, চিনিবে সার মহাজন ।।
জালাল তুমি কি আশায় এখনও রয়েছো নেশায়
সময় গেলে করবে হায় হায়, কে শুনিবে সেই রোদন ?