জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৩০

চিরদিন কি থাকবে তোর
ময়না পাখি পিঞ্জরেতে বেখবর ।।
আসমানে যমীনে তারে তালাশ করে পাবিনা রে
থাকলে হয় আছে ঘরে, প্রাণের সঙ্গী সহচর ।।
আছে নারীর চৌরঙ্গী ফুল, দেখিলে প্রাণ হয় আকুল
রসিক জানে তার মূলামূল, গুঞ্জরে ঐ কাল ভোমর ।।
একটি কথা স্মরণ রাখ, সদা ফুলের কাছে থাক
মধু পাইলে গায়ে মাখ, করে খুবই যত্ন আদর ।।
যদি প্রেমের দেশে যাও, আগে ভক্তি বৈঠা বাও
পীরকে সপে দিলে এই নাও, সাগর হবে বালুচর ।।
ভাবছো নিরে মন বেপারী, কবে আসবে ডিক্রি জারি
হুজুরেতে হাজির হয়ে জমি জমার হিসাব ধর ।।
জালাল তুমি কও কী রে আর, বাতি নিভলে অন্ধকার
জীবনেতেই মরণ তোমার, হর দমেতেই স্মরণ কর ।।