জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪১০

চেহেল মীমের কর ঠিকানা রে, মন দেওয়ানা ও
চল্লিশ মীমের কর ঠিকানা ।।
মনরে, মীমের দেওয়ালে ঘেরা, দুনিয়া জাহান
আলেফ লাম মীম ইসমে আজম, কোরাণে প্রমাণ
মীমের পর্দার নীচে গিয়া, আল্লা আছেন লুকাইয়া
পরদাখানি উঠাইয়া, দেখলো যে, হইলো ফানা রে ।।
মনরে, মীমেতে মোহাম্মদ নবী, মুত্তাকী মোমীন
মসজিদ মিনারা হয়, মিম্বর মোয়াজ্জিন
মীমেতে মোকাদ্দস বায়তুল, যেখানে বিচারের তুল
মুতাওয়াল্লি মোস্তাফা মূল মক্কা আর মদীনা রে ।।
মনরে মীমে মাথায় মগজ মণি, মুখলুকাত জোড়া
মানুষেতে মুসলমান, ফেরেশতার মকরুম সেরা
জাত মঙ্গুলি আসিয়া, মাশরেখ মাগরেব জয় করিয়া
মুল্লুকের মনিব হইয়া, সাজাইয়া গেলো তখত শাহানা রে ।।
মনরে, মীমের মারিফত মুর্শিদ, মুরিদকে শিখায়
মনসুর মঈনুদ্দীন আদি মজ্জুবি দরজায়
মহব্বতে মেরাজে, মনতাহা আর মায়াফুজে
মাশুকের দিদার পাইলে, মিলে মোহর নবুয়তখানারে ।।
মনরে, মীমেতে মহরম চাঁদ, মরতুবা তার বেশী
আউলিয়ার মাজারে ফোটে, রৌশনির হাসি
মীমের না জ্যোতি চাইলো, মুনশি আর মৌলবি হইলো
জালাল করে মোনাজাতে মাগফেরাত কামনা রে
মন দেওয়ানা ও, চেহেল মীমের করো ঠিকানা ।।