পাখি রবেনা পিঞ্জরে
ভূতের বেগার খেটে গেলাম, সারা জীবন কষ্ট করে ।।
পাখি আমার ময়না টিয়া, দুগ্ধ কলা খাওয়াইয়া
পালিতেছি যত্ন নিয়া, আনন্দ অন্তরে
হাওয়ার সুতে মন মনুরা আসা যাওয়া করে
পলকে ছুটিয়া যাবে, যাইতে কেহ দেখবে নারে ।।
পিঞ্জরেতে নয়টি দুয়ার, মাঝখানে ঠিকানা তার
উপর হইতে নীচে যাওয়ার কতই নৃত্য করে
মূল দরজা বন্ধ থাকে সারা জীবন ভরে
রুদ্ধ দ্বারে পালিয়ে যায়, ডাকলে তখন চায়না ফিরে ।।
জংলি ছয়টা পাখি আছে, সদায় থাকে তারই কাছে
সুবুলি বলিতে একবার দিতে চায়না তারে
প্রাণের টানে কথা বলে, প্রকৃতির মন হরে
শুনতো যদি নিরবধি, রাখতো সবাই বদ্ধ করে ।।
কইতে গেলে সবাই জানে, পরম জীব দুইজনে
পাতিয়াছে প্রেমের খেলা, নিত্য অন্তঃপুরে
সুখের আশায় এসেছিলো জালালউদ্দীর ঘরে
দিন যেতেছে ঘোরাফেরায় শান্তি রক্ষা হইলোনা রে ।।