জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৯৫

সেই পাড়ে তোর বসতবাড়ি, এই পাড়েতে তোর বাসা
ভবদরিয়া পাড়ি দিতে কেমনে করলে আশারে ।।
সেই পাড়ে তোর বসতবাড়ি রে ।।
পরকে লইয়া বসত কর আপন মানুষ ছাড়ি
আপনা থুইয়া সদাই কর পরের খবরদারীরে ।।
লাভ করিতে আসল গেলো, হইলিরে বেদিশা
রতন কাঞ্চন বদল দিয়া কিনলে দস্তা সীসা রে ।।
মিছা মায়ায় রইলে বেহুশ, পরের বোঝা টানো
শমনজারির পিয়ন আসবে, কোনদিন কি তাই জানো রে ।।
সিন্দুকে তোর লাখ রুপিয়া, পাড়ের কড়ি নাই
খাতিরে কি ছাড়বে তোরে, খেয়াঘাটে ভাই রে ।।
জালাল উদ্দিন বলে তোমার, দেশে যাবার পথে
দয়াল যদি হয় কাণ্ডারী, পারবি কোন মতে রে ।।