সারা জীবন ঘুরিসনা আর, মন তুমিরে এমন করে
দিবা যায় রাতি আসে, যেতে হইলো ভব পাড়ে ।।
অকূল নদী পাড়ি দিতে ভাঙা তরী বৈঠা হাতে
ছয়টা পাজি থেকে সাথে, কোনদিন নাকি প্রাণে মারে ।।
মহাবলবান বায়ু নাশিছে এই পরমায়ু
ত্রিতাপে বিদগ্ধ অঙ্গ, আগুন জ্বলছে অন্তরে ।।
কয়বার এসে ফিরে গেলে, তারে নাহি নাগাল পেলে
যা ছিলো সব পরকে দিলে, রয়েছো তাই রিক্ত করে ।।
দেহ রাজ্যে লওহে শান্তি, ঘুচাইয়া মনের ভ্রান্তি
ভুল করোনা কড়া ক্রান্তি, হুশ হারাইয়া এক্কেবারে ।।