জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩৭০

কোথায় বা লুকাইয়া রইলে, ফেলে মোরে দুঃখানলে
সারা জীবন কাঁদাইলে, আজ আসবে কাল আসবে বলে ।।
দুদিনের দায় সুখসাগরে কেন আমায় ভাসাইয়া
সারা জীবন এমনি করে মারবে বুঝি কাঁদাইয়া
বনপোড়া হরিণের মতো, নিশিদিনে অবিরত
ঘাটে মাঠে ঘুরছি কত, জ্ঞানহারা পাগলের হালে ।।
সময় আমার নাই বেশী আর, মরণ অতি নিকটে
কার কাছে কি বলে যাবো, আপন নাই এ ভবের হাটে
আছি শুধু তোমার আশায়, পদধূলি দিয়ে মাথায়
যেতে দেওগো সোজা রাস্তায়, আঁধার পথে আলোক জ্বেলে ।।