জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪২৫

দায় ঠেকিয়া আছো তুমি, জীবন বয়ে যায় বন্ধু
বাদিয়া রে, ভোজের বাজি খেলা তুমি জানো ।।
বন্ধুরে, রাজা হইয়া চালাও তুমি সয়াল সংসার
কখনও ভিখারি বেশে ফিরো দ্বারে দ্বার বন্ধু ।।
বন্ধুরে, সাথের বৈরাতি হইয়া ইচ্ছা মতন ছাড়ো
সর্প হইয়া দংশিয়া তুই ওঝা হইয়া ঝাড়ো বন্ধু ।।
বন্ধুরে, পানি হেন পাতেলা তুমি, ধুমা হইতে হীন
তনের মধ্যে বাস করে যাও, না পাইলাম তোর চিন বন্ধু ।।
বন্ধুরে, ঘোড়া হইয়া খাওরে ঘাস, সওয়ার হইয়া চড়ো
আপনার মুখে লাগাম নিয়া, আপনি দৌড়িয়া মরো বন্ধু ।।