জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩১৮

প্রেম করা হবেনা আর, থাকলে কূলের ভয়
প্রেমিক যারা, জীবন ভরে কত দুঃখের বোঝা বয় ।।
ধরম করম লোকাচার, প্রেমিকের নাই সে বিচার
কূল মান হারাইয়া তার প্রেমেতেই মজিয়ে রয়
আত্মসুখের একটি কণা, থাকতে কারো প্রেম হবেনা
মুখের কথায় প্রেম জোটেনা, সকল ছেড়ে দিতে হয় ।।
ভোগবিলাসে বিঘ্ন হলে, ভালবাসা যায় যে চলে
এই ভাব যাহার হৃৎকমলে, পাপের ভাগা টেনে লয়
খেলামেলা প্রেমের ভিতর, দুনিয়া হয় প্রেমসাগর
মায়া নদী পাড়ি দে তোর কামেরে করিয়া জয় ।।