ও মন, চেতন থাকতে সাধন করো, দিন ফুরাইলে আর হবেনা
সৎ সঙ্গ না ধরিলে, ধর্ম পথের দিশে পাবেনা ।।
শান্তি রসিক রাজেন্দ্র আর ঋষি প্রজাপতি
জ্ঞান পুরোহিত পূজা দেয় তার, হয়ে শুদ্ধমতি
চতুর্দলে যার বসতি, পরমের সে খবর লয়না ।।
ব্রহ্মলোকে পরমাত্মা, যমলোকে রয় মরণ
জগৎ মাতার কোলে ঘুমাও, হইলেনা চেতন
কবে আসবে শমন, ওরে ও মন, পাইলেনা তার রং নিশানা ।।
শ্রদ্ধা ভক্তি দয়া ধর্ম আরো, শুদ্ধি বুদ্ধি নিয়া
ছয় রিপুকে বিনাশ করো, সাধন পথে গিয়া
মনের শক্তি নেও বাড়াইয়া, নইলে সাধুর নাম ভাসেনা ।।
কুমতির ঘরে যাইসনা, তৈল সাবান তুই লইয়া
আতর গোলাপ মাখিসনা আর, বাবুসাহেব হইয়া
আমার আমার সব ছাড়িয়া, জালাল ডাকে ছুটে আয়না ।।