জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৭২

কলিকাতার জাদূঘরে হঠাৎ করে
আগুন ধরলো দুপুর বেলা ।
বেলা যখন দশটা বাজে, যার তার কাজে
সব মানুষই করছে মেলা
এমন সময় পাতাল থেকে কেউ না দেখে
ধূম্র উঠে ধরমতলা ।।
পরে আসে মণি মঠে অকপটে
জ্বলতে থাকে খুব নিরালা
সেথা হতে বিষম চোটে কালীঘাটে
সিদ্ধ পাটে উড়ায় ধূলা ।।
খিদিরপুর ঘুরাইয়া যায়, চিড়িয়াখানায়
যেখানে রয় পশুশালা
হুগলি জেলার পূর্বধারে, গঙ্গার পাড়ে
ধীরে ধীরে করলো মেলা ।।
শেষে যায় বৌবাজারে, কেউ না পারে
ফিরাইতে ঐ তাপের জ্বালা
জালাল বলে সন্ধ্যা হলে, সেই অনলে
সার হবে যে শ্মশানখোলা ।।