জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১৬২

তাওই, কইবো কী বৌয়ের সুখ্যাতি
লজ্জায় যে আর বাচি না ।।
হাজার টাকা দিয়ে এই ছিলো কপালে
ভাত রাধতে জানেনা, দুধে তেল ঢালে
মসল্লা কারে কয়, চিনাইয়া দিতে হয়
বুঝে নিবেন তার নমুনা ।।
বাড়তে গেলে পড়ে অর্ধেকের কাছে
বাসনপত্র যত সবই ঘরের পাছে
পাতিল ছুইবার আগে কাপড়ে দাগ লাগে
দু তিন মাসেও আর ধুইতো না ।।
মাথায় কাপড় দিতে দেখলামনা কেউ তারে
ফিরে ফিরে চায়, দেখে যদি কারে
সকল কাজে এড়া ভোজে দেড়া
এক খুচির কমে আর কুলায় না ।।
কথা হলেই খুশী, দন্দ্বে খুব চতুর
পাড়ার লোকে বলে, বেটি বাপের ঠাকুর
যেদিন লাগে চুলাচুলি, চৌদ্দ পুরুষ তুলি
কু বুলি বিনে আর বলেনা ।।
দাদারেই মানেনা, আমরা কিবা হই
মাতা পিতা মোদের, ভয় পাইয়াই সই
এখন করা যায় কি, তাই তো জিজ্ঞাসি
ভাই তো চিন্তায় আর বাঁচেনা ।।
থাকতে হবে আজ তোমার, বাড়িতে লোক পাঠাই
টাকা ফেরত না দিলে আর ছাড়াছাড়ি নাই
জালাল উদ্দিন বলে, কাজ নাইরে গোলমালে
নাক চুল কেটে বিদায় দিয়ে দেনা ।।