জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩৩৩

বুঝলেনা মন মায়ের খেলা
জানতে পারলে যাইতো দূরে, বাসনা কামনা জ্বালা ।।
পৃথিবীতে যত মেয়ে, খাইতেছে মানুষ ধরিয়ে
তবু নাহি শান্ত হয় সে, এতই উদর জ্বালা
পুরুষ খেয়ে প্রসব করে, এমনি তাহার লীলা
একজন খাইলো, কি হইলো, বদলে দেয় অনেকগুলা ।।
মাতৃ্ভাণ্ড মণিপুরে, চার রঙ্গেতে মন্থন করে
শেষে দুইটি রং ধরে, লাল আর ধলা
রসিক জানে রঙের খবর, খাটি মানুষের ঢেলা
কামে প্রেমের ভাণ্ড না পেয়ে, আসলে বিনাশ করিলা ।।