জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৩৭

মানুষে খোদার নাম রেখেছে, নামের যে আর অন্ত নাই
বহু নামে অনামিকা, কেমনে তারে চিনতে পাই ।।
তৃণলতায় কানছে সদায়, ফুল পাখি আর নদীজল
মেঘ বায়ু কাঁদিয়া ফিরে, আকাশেতে ঝলমল
জিন্দেগানী হইলো বিফল, প্রেমাগুনে পুড়ে ছাই ।।
বিশ্ব জুড়ে প্রতি ঘরে, পূজা হয় তার দুয়ারে
মূর্তি দেখা যায়না একটু, ধোয়ার অন্ধকারে
ব্যার্থ হইয়া সবাই ফিরে, পাওয়ার কোনো হেতু নাই ।।
আয়না ধরে আঁখি মেলে, চাইলে দেখি নিজ কায়া
আমারি সুরতের মাঝে পড়ে থাকে তার ছায়া
ভুলাইয়া নেয়া মহামায়া, পলকে হারাইয়া যাই ।।
শয়নকালে নয়নপানি, ঝরে সদায় নিরলে
চির শুদ্ধ বদ্ধ মানুষ, দেখা দাওগো দ্বার খুলে
অধীন জালালে বলে, মানুষ রুপে দেখতে চাই ।।