জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩০২

ভরিয়াছি পাপের ভরা, সাধন করা
হইলোনা আর এই বিদেশে ।।
নৌকাতে ছয়জন দাড়ি, বৈঠা ছাড়ি
জানিনা কার কোন উদ্দেশে
ফেলে যাইতে চায় আমারে বারে বারে
লাগায় তরী কিনার ঘেষে ।।
যাদেরে জানতাম আপন, তারাই এখন
আড়ে থাইক্যা মুচকি হাসে
দিচ্ছে কতই করতালি, গালাগালি, চেয়ে আছি অনিমেষে ।।
চালায় তরী পঞ্চভূতে, কালের সূতে
পঞ্চ হাওয়া মিলবে এসে
জালাল সেদিন কাঁদবে একা, পথের দেখা
ঠেকায় পড়ে দিতে এসে ।।