জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২২৯

চাইনা বুঝিতে, কে তুমি জগতে
থাকতে আছো সবের সঙ্গে সকল সময় ।।
তোমায় তালাশিয়া, সবই হারাইয়া
গাছতলেতে বসিয়া কতজনেই রয়
করে জীবন মাটি, মিছে কান্নাকাটি
ভবের ভাটি একদিন সবের যেতে হয় ।।
থাকতে হয় থাকো তুমি, না থাকিলে চাইনা আমি
লোকে বলে পাগলামি, আর কিবা কয়
মিছে আশা করা, তণু হলো সারা
জাগিয়া ওঠে তবু মরণের ভয় ।।
জ্ঞান বুদ্ধি ছিলো ভালো, ভাবিয়া সকল গেলো
একটু নাহি ঘুচিলো, মনের সংশয়
ডাকাডাকি অসার, জানিলাম এইবার
কর্মফল বিনে আর সাথী কিছুই নয় ।।