জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৫৪

বাজার ভাইঙ্গা চলে গেলে, কেউনা ফিরে আর ধরায়
নতুন বসন্ত এসে এই পৃথিবীর বুক ভরায় ।।
খেলাঘরের পুতুল খেলা, কান্না হাসির অবুঝ মেলা
পথেই থাকে পথের ঢেলা, যেদিন পাখি উড়ে যায় ।।
এই যে উঠা পড়া, ভাঙা গড়া, বালুচরের মায়ায় মরা
সাগর বুকে দিয়ে ধরা, কেউ নারে আর ফিরে চায় ।।
নদীর মতই এই পৃথিবী, আসা যাওয়ার অবাক রীতি
জালালে কয় নাই পীরিতি, শুধু রুপেই মন ভোলায় ।।