পর ব্রহ্ম পরমাত্মা, নিরাকার মন কয় যাহারে
কত কোটি রুপে আকার লইয়া বাস করে যায় ভবপুরে ।।
মরা হইয়া আছে জেতা, এই মরা দেহেতে
মানব জন্ম সফল হইতো, যদি একদিন পেতে
সঙ্গের সাথী খেতে শুতে, অধরা সে কয় তাহারে ।।
খাদ্য খাওয়ার মধ্য দিয়া, গুণের জন্ম হয়
পরমাত্মা নিজে নির্গুণ, বিশ্বজুড়েই রয়
হয় যদিরে তার পরিচয়, মুক্ত হয়ে যাবে সেরে ।।
ক্ষিতি অপ তেজ মরুৎ ব্যোমে, পঞ্চশক্তি লইয়া
পঞ্চ আত্মা হইলো সৃষ্টি জীবের ঘটে আইয়া
দিন কাটাইলে সুখ পাইয়া, চিনতে নাহি গেলে তারে ।।
জালাল কয় এই ভব শ্মশানে পরব্রহ্মের বাস
এইটা ছেড়ে সেইটা ধরে, ঘুরছে বারো মাস
বন্ধ হলে নাকের নিঃশ্বাস, উর্দ্ধলোকে যাবে ছেড়ে ।।