কুসঙ্গীর সঙ্গে, পড়ে আছি রঙ্গে
নিয়ে হিসাব নিকাশের ভার, কুসঙ্গীর সঙ্গে ।।
ভাঙ্গে গড়ে কতই করে, নিজ নামের বড়াই
আমি যে তার সঙ্গে থাকি, সে তো স্মরণ নাই
পরম তত্ব মিথ্যা সত্য হিতাহিত না করে বিচার ।।
নামাজ পড় ধ্যানে ধর, যখন বলি তারে
মন পাজিটা চলে হরিণ শিকারে
আবার বলি সঙ্গে চলি, অবসর না আছে রে আর ।।
কখন আমার মনে পড়ে কিঞ্চিত ভালবাসি
ভাব বুঝিয়ে কার্য দেখে, অন্তরেতে হাসি
চুরির ফন্দী বাকসে বন্দী, মজার তামশা এ সংসার ।।
ঘাটে মাঠে করে খেলা, দিন গেলো যে বয়ে
মনে নাই তার এসেছিলো, কয়দিন সময় লয়ে
থাকিনা তার আপন হয়ে, তবু কয় সে আমি তাহার ।।
যারে সত্য বাসি ভালো, কোনো কথার ছলে
পরীক্ষাতে জানা যাবে, ফিরে যাওয়ার কালে
জালাল বলে বিচার হলে, এর উপরই হিসাবের ভার ।।