এসো তুমি ফয়েজ আলম, জিন্দা রুহী আওলিয়া
রহমতের পিয়ালা দেও গো, কব্বর হইতে উঠিয়া ।।
বাজে কত ঢোল করতাল, শিঙ্গা সানাই একতারা
আল্লা নামে জিকির করে, জজবা হালে রয় যারা
ধূলায় লুটে আপনহারা, তোমায় পাইবার লাগিয়া ।।
জানিনা হায় কোন সুরতে আছো তুমি এইখানে
আবাল বৃদ্ধ নারী পুরুষ, কোন রুপেরও কে জানে
খুশি মনে গজল গানে, নাচি আমরা মিলিয়া ।।
পোড়া মনে বুঝলোনা আর, তোমায় শুধু পেতে চাই
ভাবিয়া দিন শেষ করেছি, হায়রে এখন কোথা যাই
পুড়ে হইলাম ভস্ম ছাই, দেওনা আগুন নিভাইয়া ।।
মনের তারে সুর ফোটেনা, মরচে পড়ে গিয়াছে
গাইতে গজল এমন সময়, জালালের কি আর আছে
গাউসুল আজম তোমার কাছে, ভিক্ষা চাহি কাঁদিয়া ।।