রমণী দেখিলে মিশে থাকি বলে
কেন আগুন জ্বলে ওঠেগো মনে ।।
শিশুকালে ছিলাম ভালো, জ্ঞান বুদ্ধি নাহি ছিলো
যৌবন আসিলো দিনে দিনে
রসের নাগরী, পরাণ পিয়ারী
জীবনের অধিক দেখি নয়নে ।।
তুমি আমি যত হয়, একই ঘাটে যেতে হয়
ভালবাসা প্রণয় কীসেতে টানে
তারই মধ্যে কিবা ধন, কোথায় থাকিয়া গোপন
জগৎ জুড়ে টানিতেছে, একই সন্ধানে ।।
পথের সাথী নারী, তার সঙ্গে নাহি পারি
গলেতে বাঁধিয়া দড়ি, নিতেছে টেনে
দোহাই দিচ্ছি বারে বার, ছেড়ে দে মা এইবার
জালাল উদ্দীন তোমার রাঙ্গা চরণে ।।