আগে জানলে কি আর বদ্ধ রইতাম, এই দেশের এই মায়াতে
অতীতেরই ভাব জাগিলে অশ্রু ঝরে আঁখিপাতে ।।
শান্তি সুখে ছিলাম কত, সেই কথার নাই শেষ
মায়ার টানে দেশ ছাড়িয়া, হইলাম নিরুদ্দেশ
কইতে নারি, সইতে নারি, দুঃখ চলে মোর সাথে সাথে ।।
কু শাসনে জনে জনে চলছে অত্যাচার
পিতার সনে পুত্রের নাহি, সাম্য ব্যাবহার
যেদিকে চাই ঘোর অন্ধকার, কষ্ট পেয়ে শীতে ভাতে ।।
যেখানে নাই রাজা মন্ত্রী, পুলিশ কর্মচারী
সেই স্থানেতে ছিলাম আগে, আনন্দে বিহারি
এবার ঠেকছি দায়ে, পায়ে পায়ে, যমে তাড়ায় দিবারাতে ।।
বাতাসেতে আগুন খাইলো, আগুনে চায় জল
আকাশে গ্রাসিলো বায়ূ, আয়ু শক্তি বল
দিনে দিনে দেহ দুর্বল, কাঁদে জালাল যন্ত্রণাতে ।।