জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৫৩

মানবোনা আর তোরে খোদা, বেঁচে থাকি যতদিন
এ জীবনে দেখলাম সদা, আমারে তুই বাসলে ভিন ।।
যেথা আমার নাই অধিকার, চাই যদি কোনো কাজের বিচার
কিছুই নাহি শোনো তাহার, জালে বদ্ধ রাখছো মীন
দুঃখ কষ্টের কথা কইলে, চলে যাও পায়ে ঠেলে
রাজ্য চালাও মিথ্যার বলে, সত্যের ঘরেই কাটো সিন ।।
চোরকে দেখছি আদর করে, লোহার সিন্দুক সোনায় ভরে
তবু দিতে থাকোই তারে, শোধ করতে তার পাওনা ঋণ
সাধু ঘুরছে দ্বারে দ্বারে, চক্ষে তোমার নাহি পড়ে
সুখি জনে আদর করে, দুঃখির প্রতি রক্ত কঠিন ।।
শহরেতে আছে ভয়, চিপা গলির সবসময়
ল্যাংটা করে ঝাড়া লয়, রোজ করে খুন এক দুই তিন
এরাও দেখি স্বাস্থ্যসুখে, চলে ফিরে হাসি মুখে
সাহস নিয়া চলছে বুকে, দুঃখে মরে সব দীনহীন ।।