জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৮৬

আমার আমার করে জনমেরই তরে
সুখের ঘরে দুঃখ টেনে এনেছি রে ।।
ধন জনের বলে আমার বাড়িলো সম্মান
ঘাড়ে কিন্তু চাপা যত লাভ লোকসান
হিসাব নিকাশ দিতে এই পৃথিবীতে
পারবো কিনা তাই ভাবতেছিরে ।।
করজোড়ে যারা এসে কইতো কর্তাবাবু
তাদেরে ধরে আমি করে নিচ্ছি কাবু
এরাই এখন ফিরে এলো ধীরে ধীরে
জরা ব্যাধির হাতে পড়েছি রে ।।
আগে যদি জানি তারা আছে পরিণাম
ভুলেও না ভুলিতাম নিত্য হরি নাম
অকাল বার্ধক্য দোষে, দুর্বল ফুসফুসে
কোনোমতে বেচে আছিরে ।।
জালাল উদ্দিন বলে কত, দেখছি বাবুগিরি
দুদিন পরেই আছে ধুলায় গড়াগড়ি
নিয়ে কাঠ খড়ি চেলা, বুঝাইবে ঠেলা
আগুনের মেলা বসাবিরে ।।