বাসনায় বিভেদ্য জীব, নিবৃত্তি প্রাণ তুমিময়
তা না হলে সারা বিশ্বে, আমি তুমি কেবা কয় ।।
জাগন্ত বাসনার বলে, আমি তুমি ফুলে ফলে
সজীব চেতন ভূমণ্ডলে, করো সৃষ্টি স্থিতি লয় ।।
তুমি না জাগিলে প্রভু, আমি না হইতাম কভু
সাধ মিটেনা তোমার তবু, বারে বারে করে ক্ষয় ।।
আমারি ঐ জন্ম মরণ, খণ্ড ভাবের সুনিদর্শন
পণ্ড হবে খণ্ড যখন, অখণ্ড সে কেবল রয় ।।
আমি বলতে নাই কিছু আর, সর্বংসত্ত বিশ্ব তোমার
আমায় নিয়ে জাগিসনে আর, লীলার ছলে দয়াময় ।।
তোমার প্রেমের চাপায় পড়ে, কষ্ট পেলেম জীবনভরে
সুখ দিয়ে দে জন্মান্তরে, অতীত প্রেমের বিনিময় ।।
জালালে কয় হিসাব নিবে, শুনেছি তুই শাস্তি দিবে
তোর বিচার তুই করিবে, আমার কিবা আছে ভয় ?